X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মমতাজ-মিজানের সঙ্গে প্রেরণা ও প্রতীক্ষা

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৯, ১৮:৩২আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২০:২৯

শুটিংয়ে মিজান, প্রতীক্ষা, মমতাজ ও প্রেরণা

ফোক সম্রাজ্ঞী মমতাজ ও রক শিল্পী মিজানের সঙ্গে যুক্ত হলেন দুই সহোদর প্রেরণা ও প্রতীক্ষা। যারা এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছেন বিভিন্ন গান কাভার করে।
দুই বোনের আরও একটি বড় পরিচয়- তারা হলেন গীতিকবি কবির বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর সন্তান।
মূল খবর হলো, সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের উদ্যোগে তৈরি হয়েছে একটি বিশেষ গান। যে গানের মূল কণ্ঠশিল্পী মমতাজ ও মিজান। আর তাদের সঙ্গে হারমোনাইজ করেছেন প্রেরণা ও প্রতীক্ষা।
‘চলো গান তুলি বৈশাখী’ শিরোনামের এই গানটির সুর-সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ১১ এপ্রিলের ওপরে নির্মিত হয়েছে একটি ভিডিও। এতে মমতাজ ও মিজানের সঙ্গে অংশ নিয়েছেন দুই বোন প্রেরণা ও প্রতীক্ষা।
শিল্পীরা জানান, পহেলা বৈশাখ উদযাপনে বয়স, ধর্ম, জাতি ও ভৌগোলিক অবস্থান নির্বিশেষে বাংলাদেশিদের ঐক্যকে তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। বাংলাদেশে ফোক ও রক সংগীতের মিশ্রণে ফিউশনধর্মী এমন গানের আয়োজন বাংলাদেশে এবারই প্রথম বলে দাবি করেন এর সংগীত পরিচালক ফুয়াদ।
এ প্রসঙ্গে বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, ‘সংগীতপ্রেমীদের পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যোগ করতে আমরা বিশেষ এই মিউজিক ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছি। গ্রাহকদের উন্নতমানের সেবা দেওয়ার পাশাপাশি বাংলালিংক দেশের সংস্কৃতি বিকাশে সবসময়ই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। আমরা আশা করি ভিন্নধর্মী এই পরিবেশনা সবাই উপভোগ করবেন।’
গানটির মিউজিক ভিডিও পহেলা বৈশাখে বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...