X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জয়ার ট্রেলার শেয়ার দিলেন ঋষি কাপুর

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৯, ১৫:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:০৯

জয়া আহসান ও শিবপ্রসাদ

ওপার বাংলার নতুন ছবি ‌‘কণ্ঠ’তে কাজ করেছেন অভিনেত্রী জয়া আহসান। গতকাল ঢাকায় পহেলা বৈশাখের রকমারি নিমন্ত্রণের ফাঁকে জয়াকে তাই যেতে হয়েছিল কলকাতায়।



এদিনই সেখানে প্রকাশ করা হয় ছবিটির ট্রেলার। দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ’র ইউটিউব চ্যানেলে এটি আসে। এরপর থেকেই প্রশংসা পাচ্ছে জয়া আহসানের টিম। এবার সেখানে যুক্ত হলেন বলিউডের বাঘা অভিনেতা ঋষি কাপুর। এই তারকা তার টুইটারের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করেছেন জয়ার ট্রেলার। সঙ্গে নিজের মুগ্ধতার কথা লিখতেও ভোলেননি। লেখেন, ‘খুবই মনোমুগ্ধকর!’

আর বিষয়টিতে দারুণ খুশি জয়া আহসান। তিনি বলেন, ‘আমাদের ছবিটি প্রসঙ্গে বহু মূল্যবান কথা লিখেছেন ঋষি কাপুর। আপনার এই সুন্দর কথার জন্য ধন্যবাদ স্যার (ঋষি কাপুর) আপনাকে। উনার এই বাক্য আমাদের কাছে অনেক কিছু।’

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির তৈরি আলোচিত ছবি ‘কণ্ঠ’। ট্রেলার দেখে যে কেউ চমকে উঠবেন কিংবা মুগ্ধ হবেন। ট্রেলারের মাত্র কয়েক ঝলকে ফের নিজের জাতটাকে দর্শক-সমালোচকদের সঙ্গে নতুন করে ঝালাই করে নিলেন ঢাকার মেয়ে জয়া। ট্রেলারের ছোট্ট পরিসরে ফুটে ওঠা ‘কণ্ঠ’র প্লট এবং জয়ার চরিত্র আবারও জানান দিলো—দু’পক্ষই একে অপরের কতটা পরিপূরক!

ছবিটি প্রসঙ্গে জয়া বলেন, ‘এটি আসলে ঘুরে দাঁড়াবার গল্প। খুবই ইন্সপায়ারিং একটা ফিল্ম। ট্রেলারে দেখতে পারছেন, স্বাভাবিক কণ্ঠের বাইরে ইসোফেজিয়াল ভয়েসেও কথা বলছি আমি। ইসোফেজিয়াল ভয়েসটা আসলে কাজে লাগে তাদের, যাদের কণ্ঠনালীতে ক্যানসার হওয়ার ফলে সাউন্ড বক্সটা কেটে ফেলতে হয়। এই ভয়েসে কথা বলার জন্য আমাকে ট্রেনিং নিতে হয়েছে শুটিংয়ের আগে। কারণ, না শিখলে শেখাবো কেমন করে। আমি তো এই সিনেমায় একজন শিক্ষক। ক্যানসারের কারণে যাদের কণ্ঠে শব্দ নেই, তাদের ভাষা শেখানো আমার কাজ। আসলে, এটা অসাধারণ একটা ছবি হবে হয়তো। শিবু-নন্দিতা জুটির আরেকটা হিট ছবি পাবেন দর্শকরা।’
ছবির অন্য একটি প্রয়োজনীয় চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির (আর জে) ক্যানসারে কণ্ঠ হারানোর বেদনার মধ্য দিয়ে। জয়া আহসান জানান, ‘কণ্ঠ’ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ১০ মে।

ট্রেলার:

 

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম