X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

ইমদাদুল হক মিলনের ‌‘এবং ভালোবাসা’

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৯, ০৯:০০আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৫:১৮

সাহিত্যিক ইমদাদুল হক মিলন ও একটি দৃশ্যে সাজ্জাদ-মানতাসা

কথাসাহিত্যিক ও সম্পাদক ইমদাদুল হক মিলনের নাটক এখন আর সচরাচর টিভি পর্দায় পাওয়া যায় না। কারণ, নাটকের চিত্রনাট্যের জন্য এখন আর খুব বেশি সময় বের করতে পারেন না তিনি।
তবে তার রচিত সাহিত্যের রেশ ধরে নাটক-সিনেমা এখনও হচ্ছে। সেই ধারাবাহিকতায় অনেক দিন পর তার গল্পের সূত্র ধরে নির্মিত হলো একটি বিশেষ টেলিছবি। নাম ‘এবং ভালোবাসা’।
ইমদাদুল হক মিলনের গল্প থেকে এটির নাট্যরূপ ও সংলাপ লিখেছেন সাংবাদিক গোলাম রাব্বানী।
হিরু খানের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মানতাসা মিম, নঈম ইমতিয়াজ নেয়ামুলসহ অনেকেই।
ঢাকার বিভিন্ন লোকেশনে সম্প্রতি শুটিং হয়েছে এ টেলিছবিটির।
গোলাম রাব্বানী জানান, চাইলেই কেউ কারও মনের মানুষ হতে পারে না। পারে না অন্যকে ভালোবাসতে। সব সময় মানুষ ভুল মানুষেরই ফাঁদে পড়ে যায়। এই বিষয় নিয়েই টেলিছবিটির গল্প।
চ্যানেল আইতে আজ (১৯ এপ্রিল) বিকাল ৩টায় এই টেলিছবিটি প্রচার হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
আকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
তৃতীয় চোখআকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
মাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
এ সপ্তাহের সিনেমামাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!