X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউনকে নওশীন: মিলা আমাকে ভুল বুঝছেন

মাহমুদ মানজুর
২৪ এপ্রিল ২০১৯, ২২:০০আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৪:০৮

নওশীন

বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে ডিভোর্সের পেছনে অভিনেত্রী নওশীন ও তার সম্পর্ক অন্যতম কারণ ছিল বলে অভিযোগ করেছেন সংগীতশিল্পী মিলা। তবে নওশীন এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আজ বুধবার (২৪ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মিলা আমাকে ভুল বুঝছেন। আমাকে নিয়ে যা অভিযোগ হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন, ভুল ও বানোয়াট। আমি এমন ভুল, ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাচ্ছি।’

এর আগে বুধবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের সামনে সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মিলা। একপর্যায়ে নওশীন ও পারভেজ সানজারির মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে নওশীনের বক্তব্য হলো, ‘আমি যদি মিলার সংসার ভাঙতে চাইতাম, তাহলে আগে আমার সংসার ভাঙতে হবে। আপনি একটু আগে হিল্লোলের সঙ্গে কথা বলেছেন। আমরা একসঙ্গে আছি, সুখে আছি, শান্তিতে আছি। আমি মিডিয়ার মেয়ে হয়ে শোবিজের আরেকটি মেয়ের সংসার কীভাবে ভাঙবো?’

মিলার অভিযোগ, ‘আমার স্বামীর সঙ্গে নওশীনের ঘনিষ্ঠ ছবি হাতে পেয়ে হিল্লোলকে জানানোর পরও কোনও সুরাহা হয়নি। উল্টো সাইবার ক্রাইমে আমার বিরুদ্ধে অভিযোগ করে তারা।’
কিন্তু নওশীন বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমি মিলার নামে সাইবার ক্রাইমে কোনও কিছু করিনি। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। হিল্লোলও বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। সে ভুল বুঝছে সেটা বোঝানোর ক্ষমতা আমাদের নেই। জানি তার ব্যক্তিজীবনে দুঃসময় চলছে। একটা মেয়ে এমনিই বিপদে আছে, আমার মামলার কারণে সে আরও বিপদে পড়বে ভেবে মামলা করিনি।’

বুধবারের সংবাদ সম্মেলনে নওশীনের সঙ্গে গত জুনে মোবাইল ফোনে বিবাদের একটি রেকর্ড শোনান মিলা। তখনও ডিভোর্স হয়নি বলে জানান তিনি। রেকর্ডে শোনা যায়, বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে পরিচয় থাকার কথা স্বীকার করেছেন নওশীন। এছাড়া শোনা গেছে, পারভেজ সানজারির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ছবি তোলা নিয়ে নওশীনকে প্রশ্নবিদ্ধ করেন মিলা।

কিন্তু নওশীনের দাবি, ‘মিলা সংবাদকর্মীদের যে ফোন রেকর্ড শুনিয়েছে সেটা ফেক। ওটা আমার কণ্ঠ না।’

সংবাদকর্মীদের সামনে সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মিলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি এর বিচার চেয়েছেন।

নওশীনও আশাবাদী মিলা সুবিচার পাবেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি চাই মিলা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। গান-বাজনা করুক। একইসঙ্গে অবশ্যই সে সুবিচার পাবে আশা করছি। আমার পরিচিত শিল্পী হিসেবে তার ভালো হোক আমি চাই।’

বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে মিলার বিচ্ছেদ প্রসঙ্গে নওশীনের বক্তব্য, ‘এটা পুরোপুরি তার একান্ত ব্যক্তিগত বিষয়। এখানে আমাকে না জড়ানোর অনুরোধ করছি। আমাকে অপমানিত না করার অনুরোধ করছি।’

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী