X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অন্তর্জালজুড়ে বলিউড তারকাদের ভোটের ছবি

বিনোদন ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ১৯:০৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:১৪

কারিনা, সালমান ও দীপিকা ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ হলো আজ ২৯ এপ্রিল। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নিজেদের রায় দিয়েছেন ভোটাররা। তবে কোনও কোনও কেন্দ্রে ছিল বাড়তি জটলা।

কারণ সেখানে উপস্থিত হয়েছিলেন বলিউড দুনিয়ার মানুষরা। তাদের পছন্দের প্রার্থীকে দিয়েছেন তাদের ভোট। হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, রেখা, আমির খান, সালমান খান, হৃত্বিক রোশন, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, রাহুল বোস, দীপিকা পাড়াকোন, অর্জুন রামপাল, আনুশকা শর্মা, ফারহান আখতাসহ অনেকে।

এর পরপরই সাধারণ ভোটারদের উৎসাহ দিতে ও উচ্ছ্বাস করতে আঙুলে কালিসহ নিজেদের ছবি ইন্সট্রাগ্রাম ও টুইটারে প্রকাশ করেছেন তারা। সেখানে যেমন ছিল সচেতনতামূলক কথা, তেমনি নিজের ভোটাধিকার প্রয়োগের উচ্ছ্বাসও।

রাহুল বোস লিখেছেন, ‘হায়দরাবাদ থেকে শুটিং শেষ করে ফেরার পথে ভোট দিলাম। আপনি দিয়েছেন তো?’ ফারহান ও প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘এটা সেই মুর্হূত! ভোট হলো ভয়েস! নিজের ভয়েসটা জানান’।
জানা যায়, এ দফায় দেশটির ৯ রাজ্যে ৭২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্বের মোট ভোটার ১২ কোটিরও বেশি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আনুশকা, অর্জুন ও দীপিকা

সোমবার মহারাষ্ট্রের ১৭টি আসনে, রাজস্থান ও উত্তর প্রদেশের ১৩টি করে, পশ্চিমবঙ্গের আটটি, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার ছয়টি করে, বিহারের পাঁচটি, ঝাড়খন্ডের তিনটি এবং জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ আসনের একটি অংশে ভোটগহণ অনুষ্ঠিত হয়েছে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল