X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজস্থানি চলচ্চিত্রে ঢাকার সানজু জন

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৪:৪৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৮:১৩

শুটিংয়ে উটের পিঠে সানজু জন ভারতের চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন ঢাকার মডেল-নায়ক সানজু জন!
রাজার পোশাকে রাজস্থানে সানজু জন দেশটির রাজস্থান ফিল্ম ইন্ডাস্ট্রির চলচ্চিত্র ‘পুশকার’-এ নায়ক হিসেবে দেখা যাবে তাকে। টানা শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন ২৬ এপ্রিল, জানালেন সানজু।
ছবিটি পরিচালনা করছেন ললিত শর্মা। নায়িকার ভূমিকায় আছেন সেখানকার অভিনেত্রী রশ্নি। সানজুর চরিত্রটি একজন রাজার।
সানজু বলেন, ‘এখানে আমার চরিত্রটি রাজার। তাকে ঘিরেই গল্প। রাজার ব্যক্তিত্ব নিজের মধ্যে ফুটিয়ে তুলতে বেশ কিছু প্রস্তুতি নিতে হয়েছে আমাকে। অনেক দিন দাড়ি-গোঁফ কাটিনি। এছাড়া তাদের বেশ কিছু চলচ্চিত্রও দেখতে হয়েছে আমাকে।’
ঢাকার ইসলামপুরের ছেলে সানজু। বিহারি সম্প্রদায়ের মানুষদের কাছ থেকেও রাজার আবহ নিয়েছেন শুটিংয়ের জন্য। সেই অভিজ্ঞতাও কাজে লাগিয়েছেন বলে জানালেন তিনি।
সানজু আরও বলেন, ‘বিহারিদের সঙ্গে চলাফেরা ছোটবেলা থেকেই। ফলে হিন্দি ও উর্দু সম্পর্কে ভালো জানা-শোনা আছে আমার। ছোটবেলা থেকেই বলতে পারি। শুধু রাজস্থানি হিন্দির একটা আলাদা টান আছে, সেটা শিখতে হয়েছে।’
জানালেন, ছবির পুরো শুটিং শেষ হয়েছে। পরিচালকের ইচ্ছা চলতি বছরই এটি মুক্তি দেওয়ার।
বাংলাদেশের চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন সানজু জন। ইতোমধ্যে অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ ছবির কাজ শেষ করেছেন। একই পরিচালকের ‘আমি তোমার হতে চাই’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।
এছাড়া ‘ফোন এক্স’ ও ‘জার্নি’ নামের ওয়েব সিরিজের মাধ্যমেও আলোচিত হন সানজু জন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন