X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফার্মগেটের আড্ডা নিয়ে নাটক

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০১৯, ১৮:৩৮আপডেট : ০৫ মে ২০১৯, ১৭:০১

শুটিংয়ে শিল্পীদের সঙ্গে নির্মাতা

ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র ফার্মগেট, যেখান থেকে রাজধানীর যে কোনও পাশে যাওয়া যায় খুব সহজে। আবার অনেক সম্পর্কের বুননও এখানে। কারণ, এলাকাটিতে আছে নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার।
মূলত এসব কারণে ফার্মগেটে রোজ জমে ওঠে মজার সব আড্ডা, চলে সকাল থেকে রাত অবধি। সেই আড্ডাকে ঘিরে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘ফার্মগেট’।
এটি লিখেছেন দয়াল সাহা। আর পরিচালনায় আছেন তপু খান।
নির্মাতা তপু খান বলেন, ‘ঢাকার এই ব্যস্ততম জায়গা সম্পর্কে সবার কমবেশি জানা আছে। এখানে অসংখ্য স্কুল, কলেজ ও ভার্সিটি আছে। সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টারও। এই এলাকাটি দিনের বেশিরভাগ সময় ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত থাকে। এসব গল্পই উঠে এসেছে নাটকে। সঙ্গে একটি বার্তাও আছে।’
নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌ‌সিফ মাহবুব ও তান‌জিন তিশা।
সম্প্রতি ফার্মগেট ও উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরণ্য জিয়া, সিয়াম না‌সির, আবদুল্লাহ রানা, সাদমান প্রত্যয়, স্মরণ সাহা, পিন্টু, রিতু, ফারহানা প্রিয়াসহ অনেকে।
আসছে ঈদুল ফিতরে নাটকটি আরটিভিতে প্রচার হবে। 

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...