X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘মিশন এক্সট্রিম’ এখন দুবাইয়ে!

বিনোদন রিপোর্ট
১৪ মে ২০১৯, ০৯:০৮আপডেট : ১৪ মে ২০১৯, ১৬:৩১

মিশন এক্সট্রিম-এর প্রধান চার চরিত্র এপ্রিলেই বাংলাদেশ অংশের শুটিং শেষ করেছিল টিম ‘মিশন এক্সট্রিম’। বাকি ছিল ছবিটির শুধু ২০ শতাংশ কাজ। এবার সেটি সম্পন্ন করতে নির্মাতারা তাদের পরবর্তী মিশনে নেমেছেন।
গতকাল (১৩ মে) পুরো দলটি গিয়েছে দুবাই। সেখানে ছবির বাকি কাজ হবে বলে জানালেন এর নির্মাতা ও চিত্রনাট্যকার সানী সানোয়ার।
আর এ কারণে দুবাই গেলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, মিশা সওদাগরসহ প্রায় পুরো টিম।
সানী সানোয়ার বলেন, ‘‘আমাদের শুটিংয়ের অল্প কিছু কাজ বাকি আছে। সেটি শেষ হবে দুবাইয়ে। এরপর সম্পাদনা শেষে শুরু হবে ছবিটির প্রচারণার কাজ। চলতি বছরই ‘মিশন এক্সট্রিম’ দেখতে পারবেন দর্শকরা।’’
‘মিশন এক্সট্রিম’-এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার। তারসঙ্গে যৌথ পরিচালক হিসেবে আছেন ফয়সাল আহমেদ।
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনিকারও ছিলেন সানী সানোয়ার। নির্মাণ করেছিলেন দীপঙ্কর দীপন। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয়। আর ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় সিনেমা।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা