X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কান উৎসবে দুর্ব্যবহারের শিকার মা ও শিশু!

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৬ মে ২০১৯, ২০:০০আপডেট : ১৬ মে ২০১৯, ২০:০৭

গ্রেটা বেলামাসিনা মা ও শিশুর সঙ্গে বিমুখ আচরণের কারণে সমালোচনার মুখে পড়লো এবারের কান চলচ্চিত্র উৎসব।
ব্রিটিশ নারী পরিচালক গ্রেটা বেলামাসিনার অভিযোগ, তাকে ও তার সন্তানকে পালে দে ফেস্তিভাল ভবনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তার ছবি ‘হার্ট বাই প্যারাডাইস’ দেখানো হয়েছে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে।
গ্রেটা জানান, চার মাসের ছেলেকে নিয়ে উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্তিভাল ভবনে ঢুকতে পারেননি তিনি। আটকে দেওয়া হয়েছে প্রবেশ পথে। শুধু তাই নয়, উৎসব কর্তৃপক্ষ যাচ্ছেতাই ব্যবহার করেছে মা ও ছেলের সঙ্গে।
ঘটনাটি গত বুধবারের (১৫ মে)। প্রাথমিকভাবে গ্রেটার শিশুসন্তানকে ভবনে ঢুকতে দেয়নি নিরাপত্তাকর্মীরা। অনেক বিতর্কের পর অবশেষে তাদের অনুমতি দেওয়া হয়। যদিও শিশুটিকে অন্য দরজা দিয়ে যেতে বলা হয়েছিল।
গ্রেটা আরও জানান, চার মাসের বাচ্চাটির জন্য ৩০০ ইউরো দিয়ে পাস কিনতে বলা হয় তাকে। সেটাও নাকি তিনি দিতে রাজি হয়েছিলেন। তখন আয়োজকদের প্রতিনিধি উল্লেখ করে, পাস পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে ৪৮ ঘণ্টা লাগতে পারে। এরপরই তাকে ভবন থেকে সরে যেতে বলা হয়।  
ব্রিটিশ এই নির্মাতা সাংবাদিকদের বলেছেন, ‌‘আমার ছবিটির গল্প একজন কমবয়সী একাকী মাকে ঘিরে। লেখক হিসেবে জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে সে। সেই ছবির পরিবেশক খুঁজতে এসে একজন মা হিসেবে কান উৎসবে দুর্ব্যবহারের শিকার হলাম।’
যদিও গত এপ্রিলে কান উৎসব কর্তৃপক্ষ ও এর বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম শিশুসন্তানের মা-বাবার জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরির জন্য নতুন পদক্ষেপের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে বুয়া ও শিশুকে বিনামূল্যে পাস বিতরণ, বুকের দুধ খাওয়ানো ও পোশাক পরিবর্তনের কক্ষ রাখার কথা ছিল। সব মিলিয়ে শিশু কর্নার থাকবে বলে জানানো হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ মে) কান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ নারী পরিচালক ও তার শিশুসন্তানকে ভুলক্রমে ঢুকতে দেওয়া হয়নি। তারা বিষয়টির সমাধান করছেন বলে আশ্বাস দেন। 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবারের কান উৎসবে নির্বাচিত হলো যেসব চলচ্চিত্র
এবারের কান উৎসবে নির্বাচিত হলো যেসব চলচ্চিত্র
কান উৎসবের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর ভারতীয় চলচ্চিত্র
কান উৎসবের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর ভারতীয় চলচ্চিত্র
ফরাসি বন্ডকন্যার নতুন ছবিতে পর্দা উঠবে কান উৎসবের
ফরাসি বন্ডকন্যার নতুন ছবিতে পর্দা উঠবে কান উৎসবের
জাপানি চিত্রকর্ম এবং আরব বংশোদ্ভূত অভিনেত্রী!
কান উৎসব ২০২৪জাপানি চিত্রকর্ম এবং আরব বংশোদ্ভূত অভিনেত্রী!
বিনোদন বিভাগের সর্বশেষ
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি  (ভিডিও)
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি (ভিডিও)