X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা ও সিয়াম-পূজা জুটি

বিনোদন রিপোর্ট
১৮ মে ২০১৯, ২০:৩২আপডেট : ১৯ মে ২০১৯, ১৮:০৩

ভিন্ন গানের তালে জমকালো নাচ প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে হাজির হন নন্দিত নির্মাতা-উপস্থাপক হানিফ সংকেত। দর্শকরাও অধির আগ্রহে অপেক্ষা করেন ‘ইত্যাদি’র বিশেষ ঈদ পর্ব দেখার জন্য।
সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনেও বিশেষ বিশেষ চমকে ঠাসা থাকছে। যার একটি হলো গানের সঙ্গে ৪ তারকার জমকালো নাচ। সম্প্রতি শুটিং হওয়া ‘নৃত্যগীত’ নামের এই পর্বটিতে অংশ নিয়েছেন ফেরদৌস-পূর্ণিমা ও সিয়াম-পূজা।
হানিফ সংকেত জানান, বিশেষ এই পর্বের জন্য প্রেম বিষয়ক জনপ্রিয় দু’টি লোকসংগীতের সমন্বয়ে কিছু নতুন কথার সংযোজনে ভিন্ন আঙ্গিকের একটি নতুন গান তৈরি হয়েছে। যার সংগীত পরিচালনা করেছেন মেহেদী। বেশ কিছু তরুণ গায়ক-গায়িকার বিভিন্ন ধরনের কণ্ঠ প্রতিভাকে কাজে লাগিয়ে গানটি তৈরি হয়েছে।
অন্যদিকে গানটির রেশ ধরে নৃত্য পরিচালনা করেছেন মামুন। আর নেচেছেন চলচ্চিত্রের দুই প্রজন্মের ৪ তারকা।
মঞ্চে ফেরদৌস-পূর্ণিমা ফেরদৌস-পূর্ণিমা ও সিয়াম-পূজা জুটির সম্মেলক ভাষ্য এমন, ‘শত ব্যস্ততা থাকলেও ইত্যাদির জন্য সময় বের করার চেষ্টা করি। কারণ, এটি হলো সর্বস্তরের শিল্পীদের একটি মিলন কেন্দ্র। এখানে এলে নতুন-পুরানো অনেকের সঙ্গে দেখা হয়। আড্ডায় আড্ডায় কখন যে মধ্যরাত গড়িয়ে যায় টেরই পাই না।’
এদিকে হানিফ সংকেত বলেন, ‘পরিকল্পনাজনিত কারণে অনেক আগে থেকে শিল্পীদের সিডিউল নেওয়া সম্ভব হয় না। তবুও ইত্যাদির প্রয়োজনে যখন যাকে প্রয়োজন হয়, যোগাযোগ করলে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেন। এবারও তাই ঘটলো। এটাই হলো টিম ইত্যাদির বড় প্রাপ্তি। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে। এটি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ হয়েছে ফাগুন অডিও ভিশনের ব্যানারে। মঞ্চে সিয়াম-পূজা

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা