X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৭২তম কান: সোনার ক্যামেরা জিতলেন সিজার ডায়াজ

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২৫ মে ২০১৯, ২৩:৫৬আপডেট : ২৬ মে ২০১৯, ১৪:৩৭

আওয়ার মাদারস কান চলচ্চিত্র উৎসবে পরিচালকদের প্রথম কাজের জন্য দেওয়া হয়ে থাকে ক্যামেরা দ’র। ৭২তম আসরে এটি জিতেছেন বেলজিয়াম-গুয়াতেমালান নির্মাতা সিজার ডায়াজ। ‘আওয়ার মাদারস’ ছবির জন্য এই স্বীকৃতি উঠলো তার হাতে। তাকে দেওয়া হয়েছে সোনা দিয়ে বানানো ক্যামেরা আদলের ট্রফি।

এবারের আসরে এই বিভাগে বিচারকদের প্রধান ছিলেন কম্বোডিয়ার নির্মাতা রীতি পান। তিনিই বিজয়ীর নাম ঘোষণা করেন ও পুরস্কার তুলে দেন। তার সঙ্গে ছিলেন ফরাসি অভিনেত্রী ভ্যালেরিয়া ব্রুনি-তেদেশি।
‘আওয়ার মাদারস’-এর প্রেক্ষাপট ২০১৮ সালের গুয়াতেমালা। দেশটিতে সামরিক শাসনে নিখোঁজ হওয়া মানুষদের ঘিরে এর গল্প। চলচ্চিত্র সমালোচকদের আয়োজনে কানের প্যারালাল বিভাগ স্যুমেন দ্যু লা ক্রিতিকে নির্বাচিত ছবিটি এর আগে ফ্রেঞ্চ রাইটার্স গিল্ডের কাছ থেকে সেরা চিত্রনাট্যের জন্য এসএসিডি পুরস্কার পায়।
শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের জমকালো সমাপনী আসর। অনুষ্ঠান শুরুর আগে লালগালিচায় আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন তারকারা। সোনার ক্যামেরা হাতে সিজার ডায়াজ
গত ১৪ মে কান উৎসবের ৭২তম আসরের পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজনের মাস্টার অব সিরিমনিস ফরাসি অভিনেতা এদুয়ার্দ বেয়া।
এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারে প্রয়াত ফরাসি নারী নির্মাতা আনিয়েস ভারদাকে সম্মান জানানো হয়। ১২ দিনের এই উৎসবকে ঘিরে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর ছিল দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কান।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
জাপানি চিত্রকর্ম এবং আরব বংশোদ্ভূত অভিনেত্রী!
কান উৎসব ২০২৪জাপানি চিত্রকর্ম এবং আরব বংশোদ্ভূত অভিনেত্রী!
৭৭তম কান মাতাবে ‘ফিউরিওসা’
৭৭তম কান মাতাবে ‘ফিউরিওসা’
এবারের কান উৎসব শুরু ও শেষ হবে ওনার কথায়!
এবারের কান উৎসব শুরু ও শেষ হবে ওনার কথায়!
১৯ বছর বয়সে কানে চমকে দেওয়া সেই পরিচালক এবার গুরুদায়িত্বে
১৯ বছর বয়সে কানে চমকে দেওয়া সেই পরিচালক এবার গুরুদায়িত্বে
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার