X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অনন্ত জলিল ঠোঁট মেলাবেন ফার্সি গানে!

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৫:৪৬আপডেট : ১২ জুন ২০১৯, ২০:০৪

গানটির শুটিংয়ে অনন্ত জলিল অনন্ত জলিল এবার পর্দায় ঠোঁট মেলাবেন ফার্সি ভাষার গানে। সঙ্গে থাকবেন নায়িকা বর্ষাও। তাদের নতুন চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’-এর জন্য এটির দৃশ্যধারণ হয়েছে।
ফার্সির পাশাপাশি এতে রাখা হয়েছে বাংলা ভাষাও। গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বেলাল খান ও ইরানি গায়ক মো. রেজা হেদায়াতি।
গত ৬ জুন থেকে ইরানের মরুভূমি, শিরাজ ও ইসফাহান নগরীর ঐতিহাসিক স্থানে গানটির দৃশ্যধারণ হয়েছে।
সিনেমার পাণ্ডুলিপি ও গানটি বাংলা থেকে ফারসি ও ফারসি থেকে বাংলায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।
গানটির শুটিংয়ে অনন্ত জলিল ও বর্ষা তিনি বলেন, ‘ইরানি গায়ক মো. রেজা হেদায়াতির সঙ্গে বাংলাদেশি গায়ক বেলাল খান গেয়েছে গানটি। এই প্রথম বাংলা-ফারসি মিক্সড গান তৈরি হলো। এখানে ঐতিহ্যবাহী ইরানি যন্ত্রানুষঙ্গ থাকছে।’
জানা যায়, এই গানের দৃশ্যে পারসে পোলিস, কবি শেখ সাদী, হাফিজ সিরাজী ও সাইরাস দ্য গ্রেটের সমাধি, চেহেল সোতুন, নাকশে জাহান, সি ও সি পোল, সল্ট লেকসহ দারুণ সব স্থান দেখা যাবে।
ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করছেন অনন্ত জলিল। ছবিটির বেশ কিছু অংশের শুটিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে ইরান ও বাংলাদেশে। আবারও নতুন করে শুরু হলো ইরানে। এজন্য বাংলাদেশি একটি দল নিয়ে ঈদের আগে ইরান যান অনন্ত। ঈদের পরদিন ৬ জুন থেকে দেশটিতে শুটিং চলছে।
এবারের লটে ‘দিন: দ্য ডে’ ছবির ৭৫ ভাগ শুটিং  শেষ হবে। এরপর খানিক বিরতি দিয়ে বাকি অংশের শুটিং তুরস্কে হবে।
অনন্ত জানান, ‘দিন দ্য ডে’-এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে।
যৌথ প্রযোজনার এ ছবিতে অনন্ত, বর্ষা, সুমন ফারুক ছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে অভিনয় করছেন। গানটির শুটিংয়ে অনন্ত জলিল ও বর্ষা

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা