X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
বাবা দিবসে বিশেষ

একবার অদ্ভুত একটা ঘটনা ঘটল...

শবনম ফারিয়া, অভিনেত্রী
১৬ জুন ২০১৯, ১০:০৫আপডেট : ১৬ জুন ২০১৯, ১৩:৪৩

বাবার সঙ্গে শবনম ফারিয়া আমার বাবার (ডা. মীর আবদুল্লাহ) কাছে আমরা তিন বোন (বড় বোন নাজিবা শবনম ও মেজ বোন সানিয়া শবনম) ছিলাম উদাহরণ।
কেউ সুন্দর মানে আমার বাবা কম্পেয়ার করত, তার মেয়েদের মতো সুন্দর কিনা?
কেউ লম্বা হলে বাবা বলতেন, আমার মেয়েদের মতো উচ্চতা!
আমি সব সময়ই বাবা-মার বাধ্য মেয়ে ছিলাম।
শুধু একটা জায়গায় তা হয়নি। চিকিৎসক বাবা সবসময়ই চাইতেন আমি বাবার পেশাতে যাই। কিন্তু তা আর হলো না।
তিনি সবসময় চাইতেন তার মতো ডাক্তার হই। সেজন্য বিজ্ঞান বিষয়ে পড়েছি। কিন্তু যে কোনও বিষয় পড়ে যতটা না পারি তার চেয়ে বেশি মনে থাকে শুনলে। বাবা এজন্য রোজ ভোর সাড়ে ৬টায় আমাকে ঘুম থেকে তুলে হাঁটতে বের হতেন। হাঁটার সময় ফিজিকস, বায়োলজি, কেমিস্ট্রি নিয়ে কথা বলতেন। যেন শুনে শুনে মনে থাকে আমার।
পড়াশোনা নিয়ে কখনও আমাকে চাপ দেননি। তিনি চাইতেন আমরা সংগীতচর্চা করি। এজন্য রোজ বিকেলে জোর করে হারমোনিয়াম নিয়ে বসতেন। আমাকে গল্প ও সাধারণ জ্ঞানের বই কিনে দিতেন।
আব্বার হয়তো আক্ষেপ ছিল আমি ডাক্তার হলাম না বলে। তিনি না চাইলেও আমার অভিনয় পারফরমেন্স দেখে একসময় গর্ব বোধ করতে লাগলেন।
একবার অদ্ভুত একটা ঘটনা ঘটল।
বাবা-মায়ের সঙ্গে তিন বোন আমরা পুরো পরিবার মালয়েশিয়া যাচ্ছিলাম। ইমিগ্রেশন পুলিশ বেশ আগ্রহসহকারে বাবার সঙ্গে কথা বললেন। জিজ্ঞেস করলেন, ‘আপনি কি শবনম ফারিয়ার বাবা? তিনি কি শুটিংয়ের জন্য যাচ্ছেন?’
টের পেলাম, বাবার মনটা তখন অন্যরকম ভালোলাগায় ভরে গেল। তিনি খুব খুশি হয়েছিলেন যে, তার পরিচয়ে নয়, মেয়ের পরিচয়ে তাকে কেউ চিনল! বাবার এই খুশি হওয়াটা আমার অভিনয় জীবনের অন্যতম প্রাপ্তি!
*প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার (১৬ জুন) উদযাপন করা হয় ‘বাবা দিবস’।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা