X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

প্রবাসীদের কষ্ট নিয়ে র‌্যাপ গান

বিনোদন রিপোর্ট
২৯ জুন ২০১৯, ১৮:০০আপডেট : ২৯ জুন ২০১৯, ২০:০৯

প্যারিস প্রবাসী র‌্যাপার হোসেইন মুহাম্মদ শান্ত প্রবাস মানে বুকে কষ্ট চাপা দিয়ে বেঁচে থাকা। পরিবারকে দেশে রেখে একা একা দিন কাটানো কত কষ্টের তা প্রবাসী মাত্রই বোঝেন। মুখে হাসি আর মনে কষ্টের পাহাড় নিয়ে চলে তারা। তাদের কষ্ট বোঝার যেন কেউ নেই। এমন বক্তব্য নিয়ে একটি গান গাইলেন প্যারিস প্রবাসী র‌্যাপার হোসেইন মুহাম্মদ শান্ত। এর শিরোনাম ‘প্রবাসী’। এর কথা-সুরও তারই।

প্যারিস প্রবাসী একজনের দৃষ্টিকোণ থেকে তাদের জীবন তুলে ধরা হয়েছে গানটিতে। মাস শেষে টাকা পাওয়ার আশায় প্রতিদিন সকাল-বিকাল কাজে ডুবে থাকেন তারা। তবে বিদেশে থাকলেও দেশীয় রীতিতেই দিন কাটে তাদের। এতে মডেল হয়েছেন জাহিদ। এর চিত্রায়ন হয়েছে প্যারিসের মার্ক্স দরমোয়ায়। 

র‌্যাপার শান্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রত্যেক প্রবাসী বাংলাদেশের নাগরিক ও সম্পদ। তাদের প্রতি সম্মানসূচক ব্যবহার করা আমাদের দায়িত্ব। প্রবাসীরা আছে বলেই হাজারও পরিবার পরিবর্তনের স্বপ্ন দেখে। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে গানটি তৈরি করেছি।’

ডালিম খান ও হোসেইন মুহাম্মদ শান্ত গানটির সংগীত পরিচালনা আর মিক্স ও মাস্টারিং করেছেন ডালিম খান। ভিডিওটি নির্মাণ করেছেন তিনিই। তার ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে।
ভিডিওর সবশেষে প্রবাসীদের প্রতি শুভকামনা জানানো হয়েছে। কারিগরি সহায়তা দিয়েছে প্যারিসের লে পয়েন্ট মাল্টিমিডিয়া ও ক্লাউন প্রোডাকশন। বিশেষ সহযোগিতায় মাহবুবুর রহমান। 



/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী