X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বঙ্গ সম্মেলনে আরিফিন শুভ

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০১৯, ১৪:২৩আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৭:৪৫

আরিফিন শুভ। ছবি: সাজ্জাদ হোসেন বাংলা ভাষাভাষীদের নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বঙ্গ সম্মেলন। যেখানে বিশ্বের নানা প্রান্তের খ্যাতিমান বাঙালিরা আমন্ত্রিত হয়ে থাকেন। এবার এতে অংশ নিচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত চিত্রনায়ক আরিফিন শুভ।

পাশাপাশি নিজেকে ঝালিয়ে নিতে দেশটিতে অভিনয়ের ওপর একটি কোর্সও করবেন বলে জানালেন তিনি।

শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করব। এবার বেশ কিছু সময় দেশটিতে থাকব। বঙ্গ সম্মেলনে পাশাপাশি অভিনয়ের ওপরে পড়াশোনা করব।’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ‘বঙ্গ সম্মেলন’ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। দেশটির স্থানীয় একটি অভিনয় স্কুলে মাসব্যাপী কর্মশালায় অংশ নেবেন আরিফিন শুভ। এটি চলবে ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত। অভিনয় নিয়ে শুভর ভাষ্য, ‘আমার মনে হয় এমন কোনও অভিনেতা নেই, যে কি-না তার জীবনের শেষ কাজ পর্যন্ত অভিনয় শেখেননি। তাই নিজের ভক্তদের আরও সুন্দর কাজ উপহার দিতে আমি অভিনয়ে আরও দক্ষ হতে চাই।’

এদিকে আলোচিত নতুন দুটি সিনেমার কাজ শেষ করেছেন আরিফিন শুভ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ ও গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’। ‘মিশন এক্সটিম-এ তার নায়িকা হিসেবে আছেন জান্নাতুল ঐশী আর ‘সাপলুডু’-তে আছেন বিদ্যা সিনহা মিম। দুটির কাজই প্রায় শেষ। চলতি বছরই এ দুটি মুক্তি পাবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য