X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আসছে নোবেলের নতুন গান ‘সুনন্দা’

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ১৮:৫৬আপডেট : ১০ জুলাই ২০১৯, ২০:৩৩

বাম থেকে: জাহিন (লিড গিটার), নিলয় (রেকর্ডিং ইঞ্জিনিয়ার), স্টিফেন (টিমমেট), বাচস্পতি (বেজ গিটার) ও নোবেল জি-বাংলার ‘সা রে গা মা পা’ অধ্যায়ের ইতি টেনে দেশে ফিরেছেন নোবেল। চলতি মাসের শেষের দিকে প্রচার হবে এর গ্র্যান্ড ফিনালে। যার শুটিং শেষ হলো সম্প্রতি। পুরো আসরে সর্বোচ্চ আলোচনায় ছিলেন তিনি। যদিও খবর মিলেছে, ফলাফলের বিচারে তিনি হচ্ছেন যৌথভাবে তৃতীয়!

তবে এসব ফলাফলে খুব বেশি মন আটকাতে চান না নোবেল। আগেই বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‌‘আমি ফলাফলের চেয়ে ভালো গান গাওয়ার বিষয়ে বেশি মনোযোগী। প্রচুর ভালো গান করতে চাই।’

কথা রাখার পথেই হাঁটছেন এই বিস্ময়-জাগানিয়া তরুণ। এরইমধ্যে তৈরি করে ফেললেন নতুন গান ‘সুনন্দা’।
গানটির জন্য ভারত থেকে ঢাকায় এসেছেন দুজন মিউজিশিয়ান। তাই নোবেলের নতুন গান হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মিউজিশিয়ানদের এক দারুণ সম্মিলন।
নোবেল বললেন, ‘আমি সা রে গা মা পা’র মাধ্যমে দুই বাংলার মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আমার নতুন গানে চেষ্টা করেছি দুই বাংলার মিউজিশিয়ানদের মিলন ঘটাতে। সবার সহযোগিতা নিয়েই আমি সামনের দিনগুলোতে চলতে চাই।’
তিনি জানান, খুব তাড়াতাড়ি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘সুনন্দা’। এতে বাংলাদেশের জাহিন রশীদ ও সাদমান মাতিস বাজিয়েছেন লিড গিটার আর কলকাতার বাচস্পতি চক্রবর্তী বাজিয়েছেন বেজ গিটার এবং ‘ফকিরা’ ব্যান্ডের সদস্য অভিরূপ দাস বান্টি বাজিয়েছেন ড্রামস।
নোবেল বলেন, ‘গানের কাজ এখনও শেষ হয়নি। আরও কিছু চমক আছে, যা সামনে সবাই জানতে পারবেন। শুধু একটি গানই নয়, আরও বেশ কয়েকটি মৌলিক গান তৈরির উদ্যোগ নিয়েছি আমি।’

/টিআর/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!