X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খোকনের ‘সরি’ বলা উচিত: ওমর সানী

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৪:৩৭আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৭:৩২

বদিউল আলম খোকন, আমিন খান, মৌসুমী ও ওমর সানী শাকিব খান ও জাহারা মিতুর নতুন চলচ্চিত্র ‌‘আগুন'। দিন কয়েক আগে নির্মাতা বদিউল আলম খোকন জানিয়েছিলেন, এতে অন্যতম দুটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী ও আমিন খান। এ নিয়ে বিস্তর সংবাদও প্রকাশ হয় সম্প্রতি।
কিন্তু এখন জানা গেল ছবিটি প্রসঙ্গে জানেনই না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা মৌসুমী। আর প্রস্তাবের শুরুতেই ‘না’ করে দিয়েছিলেন আমিন খান।
এদিকে আজ (১৮ জুলাই) সকালে খোকন গণমাধ্যমকে জানালেন, ছবিটিতে সত্যিই থাকছেন না তারা। কারণ হিসেবে বললেন, ‘‘গল্পে কিছুটা পরিবর্তন আনার কারণে ‘আগুন’ ছবিতে থাকছেন না আমিন ও মৌসুমী।’’
তবে ওমর সানী-মৌসুমী দম্পতির ভাষ্য, ছবিটি প্রসঙ্গে তারা কিছুই জানেন না। পত্রিকার মাধ্যমে মৌসুমী চলচ্চিত্রটির বিষয়ে জানতে পারেন। 

মৌসুমীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তার পক্ষে ওমর সানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘কিছুদিন আগে খোকন ফোন দিয়েছিলো আমাকে। বললো, ‘বন্ধু, তুই কই?’ বললাম, আমি গাড়ি চালাচ্ছি। তখন বললো, ‘একটু ম্যাডামের (মৌসুমী) সঙ্গে কথা বলবো। কাল ফোন দেবো তাহলে।’ এরপর আর সে ফোন দেয়নি। মৌসুমীর সঙ্গে এ বিষয়ে কোনও কথা হয়নি খোকনের। মৌসুমীর অভিনয়ের কথাটি নিউজে দেখে আমি জানতে চাইলাম,  ছবির বিষয়ে কারও সঙ্গে কথা হয়েছে কিনা? মৌসুমী জানালো, কারও সঙ্গে তার কোনও কথা হয়নি।’’
সানী আরও বলেন, ‘‘এমন ঘটনা সত্যিই ঠিক হয়নি। এখন যদি সে বলে, চিত্রনাট্যের কারণে মৌসুমী ও আমিন খান থাকছেন না, তাহলে তার আনুষ্ঠানিকভাবে ‘সরি’ বলা উচিত।’’
শাকিব খান ও জাহারা মিতু অন্যদিকে চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘এই ছবির বিষয়ে অনেক দিন আগে খোকন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তখনই তাকে অভিনয় করবো না বলে জানিয়ে দিয়েছি। তারপরও দেখলাম, সংবাদ মাধ্যমগুলোতে আমার অভিনয় করার কথাটি লেখা হচ্ছে। আমি তো শুরুতেই না করে দিয়েছি। তারপরও আমার নামটি জড়ানো ঠিক হয়নি।’
জানা গেছে, চলতি মাসের শেষে ‘আগুন’ ছবির শুটিং শুরু হবে। দেশবাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন কমল সরকার।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা