X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাত বছর পর হল ফিরে পেলো ছন্দ-আনন্দ কর্তৃপক্ষ

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ০০:০৪আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৬:১১

ছন্দ প্রেক্ষাগৃহ

রাজধানীর জোড়া সিনেমা হল ছন্দ-আনন্দ দীর্ঘ ৭ বছর পুলিশের জিম্মায় থাকার পর এটি এর মালিকপক্ষ আলপনা ছায়াচিত্র প্রাইভেট লিমিটেডের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গত ৯ মে হাইকোর্টের একটি রায়ে হল দু‘টি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, ফার্মগেটে অবস্থিত এই প্রেক্ষাগৃহগুলোর জমি ডেসটিনি কর্তৃপক্ষ কিনে নিয়েছিল। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জমিটি সরকার জব্দ করে। পাশাপাশি হলগুলোর নিয়ন্ত্রণও নিয়ে নেওয়া হয়। ফলে এতদিন পুলিশের তত্ত্বাবধানে হল দুটি পরিচালিত হয়েছে।

পরিচালনার দায়িত্ব ফিরে পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হল দুটির নির্বাহী পরিচালক মিজানুর রহমান।
তিনি বলেন, ‘ছন্দ-আনন্দ সিনেমা হলের জায়গাটি ডেসটিনি গ্রুপের। তাই জায়গাটা জব্দ করার কথা থাকলেও হলগুলোও নিয়ে নেওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এগুলো এখন আমরা ফিরে পেয়েছি।’

এই কর্মকর্তা জানান, হলগুলোর সংস্কার কাজ এখন চলছে। তিনি বলেন, ‘সাত বছর হলগুলোর কোনও পরিচর্যা করা হয়নি। তাই সংস্কার করছি। এখানে আধুনিক প্রজেকশনের ব্যবস্থাও করা হবে।’

তিনি জানান, এখন থেকে ছন্দ ও আনন্দ দুটিতে চলচ্চিত্র চলবে। এরমধ্যে ছন্দে পুরনো ও আনন্দ প্রেক্ষাগৃহে নতুন ছবি চলবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’