X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে মহাখালীতে হচ্ছে নতুন প্রেক্ষাগৃহ

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০১৯, ১৭:৪১আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৫৬

সীমান্ত সম্ভারের ভেতরের দৃশ্য

গত বছরের অক্টোবরে পথচলার একযুগ পূর্ণ করে খ্যাতনামা প্রেক্ষাগৃহ ‘স্টার সিনেপ্লেক্স’। সেই মাসের ৮ তারিখে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুবুর রহমান এক ঘোষণায় জানিয়েছিলেন, আরও চারটি প্রেক্ষাগৃহ আনতে যাচ্ছেন তারা।

সে অনুযায়ী ধানমন্ডির সীমান্ত সম্ভারে চালু হয় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। এবার মহাখালীতে চালু হচ্ছে একই প্রতিষ্ঠানের আরও একটি মাল্টি প্রেক্ষাগৃহ। স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা হিসেবে মহাখালীর এসকেএস টাওয়ারে এটি চালু হবে সেপ্টেম্বরে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ। জানান, প্রেক্ষাগৃহটির কাজ প্রায় শেষ। এটি এখন দর্শকদের জন্য খুলে দেওয়ার অপেক্ষায় আছে।

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি-সংবলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহটি।

হলিউডের নতুন ছবিগুলো যখন মুক্তির পর বিভিন্ন দেশে পুরনো হয়ে যেত তখন বাংলাদেশের দর্শকরা দেখার সুযোগ পেতেন। স্টার সিনেপ্লেক্স দর্শকদের সেই আক্ষেপের অবসান ঘটিয়েছে। এখন আন্তর্জাতিক মুক্তির দিনেই তারা দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছে হলিউডের সাড়া জাগানো সব ছবি।

কোনও কোনও ছবি যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি দিয়েছে তারা। হলিউডের পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিত প্রদর্শিত হচ্ছে। এর ফলে ক্রমান্বয়ে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠছে ‘স্টার সিনেপ্লেক্স’।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না