X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু ও গুজব সচেতনতায় রাস্তায় নামলেন তারকারা

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৪:৩৮আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৬:০৭

শিল্পীদের মানববন্ধন সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বর ও গুজব প্রতিরোধে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

৩০ জুলাই দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সামনের রাস্তায় এই মানববন্ধন হয়। এটি যৌথভাবে আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি ও ডিএমপি।

চলচ্চিত্র সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘দেশে চলমান বিভিন্ন গুজব, গণপিটুনিতে মানুষ হত্যা এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধে এই আয়োজন। শিল্পীরা জাতির বিবেক। তাই বিবেকের তাড়নায় আমরা সাধারণ মানুষদের সচেতন করতে চাই। গুজব প্রতিরোধে আমরা পুলিশের সাহায্য নিতে পারি।’
মানববন্ধনে অংশ নেওয়া নায়ক নিরব বলেন, ‘জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বর যে বেশ কার্যকর তা ইতোমধ্যে আমরা বুঝতে পেরেছি। তাই ছেলে ধরা বা কোনও কিছু ঘটলে এই নম্বরে ফোন দেওয়ার অনুরোধ করছি। পাশাপাশি ডেঙ্গু মশা যেন বংশ বিস্তার না করতে পারে এজন্য আমরা নিয়মিত আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখবো।’

বক্তব্য রাখছেন জায়েদ খান

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, খোরশেদ আলম খসরু, শহীদুল আলম সাচ্চু, রোজিনা, জায়েদ, নিরব, কেয়া, আমান খান, সাঞ্জু জন, জয় চৌধুরী, বিপাশা কবির, ডিএমপি পুলিশ ও তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তারা।
ছবি: ওয়ালিউল বিশ্বাস

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’