X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ঈদের যত টিভি ম্যাগাজিন অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট
১১ আগস্ট ২০১৯, ১৭:৫০আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৯:১৯

ঈদের যত টিভি ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা: ঈদের দিন বিটিভিতে রাত ১০টা ২০ মিনিট
প্রযোজনা ও পরিচালনা মাহফুজা আক্তার। উপস্থাপনা ফেরদৌস, সাদিকা পারভিন পপি ও আল মনসুর। অনুষ্ঠানে গাইবেন ফাতেমা-তুজ-জোহরা, চিশতী বাউল ও ব্যান্ড ‘চিরকুট’। রয়েছে ফেরদৌস, পপি, শিবলী মহম্মদ ও শামীম আরা নিপার নাচ। থাকছে আরও বেশ কিছু নাট্যাংশ।
পরিবর্তন: ঈদের পরদিন বিটিভিতে রাত ১০টা ২০ মিনিট
গ্রন্থনা, পরিকল্পনা, নির্দেশনা ও উপস্থাপনা আনজাম মাসুদ। এবার রয়েছে ১৯টি পরিবেশনা। গান তিনটি। গেয়েছেন শওকত আলী ইমন, ইবরার টিপু, আরফিন রুমি, কিশোর, কর্নিয়া, বিন্দুকণা, বেলী আফরোজ, বৃষ্টি, পুলক অধিকারী, শাহরিয়ার রাফাত, জুলি ও বৃষ্টি মুত্সুদ্দী। থাকছে নৃত্যসহ নিয়মিত পরিবেশনাও।
পূরবী ঈদ আনন্দ: চ্যানেল আইতে ঈদের পরদিন সকাল ৯টা ৩০ মিনিট
উপস্থাপনায় কেকা ফেরদৌসী ও প্রতীক হাসান। বিভিন্ন গেম শোতে অংশ নিয়েছেন সাত সংগীতশিল্পী জুটি।
ভালোবাসার বাংলাদেশ: চ্যানেল আইতে ঈদের পরদিন রাত ১১টা ৪৫ মিনিট
উপস্থাপনা জিল্লুর রহমান। অতিথি রাজনীতিসহ নানা পেশার বিশিষ্টজন।
কৃষকের ঈদ আনন্দ: ঈদের ‍তৃতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিট
পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা শাইখ সিরাজ। থাকছে গ্রামের কিষান-কিষাণীদের নিয়ে চমকপ্রদ সব খেলা। এবারের পর্ব ধারণ করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া চা বাগানে।
পাঁচফোড়ন: ঈদের তৃতীয় দিন এটিএন বাংলায় রাত ১০টা ৩০ মিনিট
নির্মাণে ফাগুন অডিও ভিশন। উপস্থাপনায় মীর সাব্বির ও সাজু খাদেম। দুই বন্ধুর আলাপে উঠে আসবে কোরবানির ঈদ ঘিরে মজার সব আলোচনা। থাকবে তিনটি গান। একটি গেয়েছেন বাউল শফি মণ্ডল। রবি চৌধুরী ও আঁখি আলমগীরের দ্বৈত একটি, অন্যটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কোরবানি দেওয়া নিয়ে। এর সঙ্গে নেচেছেন একদল নৃত্যশিল্পী। এছাড়া থাকবে দুটি প্রতিবেদনসহ নানা পরিবেশনা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...