X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঈদ আয়োজনে চলচ্চিত্র ‘আলফা’

বিনোদন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৯, ১১:০১আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৭:০৬

‘আলফার’ দুটি দৃশ্য চলতি বছরের ২৬ এপ্রিল মুক্তি পায় নন্দিত নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর আলোচিত চলচ্চিত্র ‘আলফা’। এবার ঈদ উপলক্ষে এটি দেখা যাবে টিভিতে।

চ্যানেল আইতে আগামীকাল (ঈদের পঞ্চম দিন) সকাল সোয়া ১০টায় এটি দেখানো হবে।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।
‘আলফা’র মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির। তার সঙ্গে আছেন দোয়েল ম্যাশ। আরও আছেন এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান, ভাস্কর রাসা প্রমুখ। এদের বেশিরভাগই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।
ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় ছিলেন ক্যাথরিন মাসুদ।
‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’র পর নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর তৃতীয় চলচ্চিত্র ‘আলফা’। ছবিটি এরইমধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবেও।

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি