X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শনিবার বিকালে তিশার টেলিছবি ‘#মি টু’

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৯, ০০:৩১আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৭:১৬

একটি দৃশ্যে তিশা শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সমাজের প্রায় সবখানে অনিরাপদ নারী। গোটা বিশ্বজুড়েই এটি কাছাকাছি চিত্র।
এ নিয়ে সম্প্রতি ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনে সরব হয়ে ওঠে প্রায় গোটা বিশ্ব। শামিল হন হলিউড-বলিউডের তারকারাও। সোশ্যাল মিডিয়ায় এমন যৌন নির্যাতনবিরোধী আন্দোলনের রেশ পাওয়া যায় বাংলাদেশেও।
সেই আন্দোলন নিয়েই চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের ৬ষ্ঠ দিনে (১৭ আগস্ট) থাকছে টেলিছবি ‘#মি টু’। ছবিটি এদিন (শনিবার) বিকাল সাড়ে চারটায় প্রচার হবে।
১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন। লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, সুজাত শিমুল প্রমুখ।

নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চলমান যে প্রতিবাদ, তা নিয়েই এই টেলিছবিটি। এটি দেখে অন্তত একজন মেয়েও যদি তার সঙ্গে ঘটে যাওয়া হয়রানির বিরুদ্ধে সোচ্চার হতে পারেন, বিচারের জন্য আওয়াজ তোলার সাহস দেখান, সেটাই হবে আমাদের সার্থকতা।’

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য