X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

চলতি নয়, আগামী বছরের শুরুতে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ০০:০৪আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৩:২৭

নাবিলা, শুভ, ঐশী ও তাসকিন চলতি বছরের অন্যতম আলোচিত ছবি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’। এ বছরই এটি পর্দায় আসার কথা থাকলেও সেটি হচ্ছে না।

সম্পাদনার সময় বাড়ায় এটি আগামী বছরের প্রথম দিকেই মুক্তি পেতে পারে বলে জানালেন এর নির্মাতা সানী সানোয়ার।

তার ভাষ্য, ‘আমাদের ইচ্ছে ছিল, চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার। তবে সম্পাদনার কাজ বেশ সময় নিয়ে করা হচ্ছে। সম্ভবত চলতি বছরে এটি প্রস্তুত হবে না। আর তা না হলে, এটি আগামী বছরের শুরুতেই আসবে।’

এদিকে জানা যায়, আকশন দৃশ্য ও ভিএফক্সের জন্য আরও সময় প্রয়োজন। এছাড়া প্রথম এডিটিংয়ের পর আরও ১০ শতাংশ দৃশ্যধারণের করা হবে। যা মূলত প্যাঁচওয়ার্ক। সবমিলিয়ে চলতি বছরের মধ্যে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া আছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ আরও দু’জন জনপ্রিয় অভিনেতা। পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্য এতে সরাসরি কাজ করেছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনিকারও ছিলেন সানী সানোয়ার। নির্মাণ করেছিলেন দীপঙ্কর দীপন। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয়। আর ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় সিনেমা। 

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!