X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

একবছরে স্কারলেটের পারিশ্রমিক প্রায় ৪৬৫ কোটি টাকা

বিনোদন ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ০০:০০আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০০:০৭

স্কারলেট জোহানসন অভিনয় করে কাড়ি কাড়ি ডলার অ্যাকাউন্টে ভরার দিক দিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখলেন স্কারলেট জোহানসন। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো এক নম্বরে আছেন তিনি। মার্কিন ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস এটি প্রকাশ করেছে।

স্কারলেট ২০১৮ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত আয় করেছেন ৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ ৪৬৪ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা! আগের বছরের চেয়ে তার পারিশ্রমিক বেড়েছে ১ কোটি ৫৫ লাখ ডলার। এর পেছনে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির অভাবনীয় সাফল্য। এতে ব্ল্যাক উইডো চরিত্রে দেখা গেছে তাকে। ৩৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীর হাতে এখন আছে মার্ভেল স্টুডিওর আরেক ছবি ‘ব্ল্যাক উইডো’।

ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় দুই নম্বরে আছেন মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’র অভিনেত্রী সোফিয়া ভারজারা। এবার শীর্ষ দশ অভিনেত্রীর প্রায় সবাই ২ কোটি ডলারের বেশি পারিশ্রমিক পেয়েছেন। তাদের সম্মিলিত রোজগারের অঙ্কটা হলো ৩১ কোটি ৪৬ লাখ ডলার, গতবারের চেয়ে যা ৬৯ শতাংশ বেশি।

গত বছর কেবল স্কারলেট জোহানসন ও অ্যাঞ্জেলিনা জোলি ২ কোটি ডলারের ঘর স্পর্শ করতে পেরেছিলেন। তবে এবার জোলি সেরা দশে নেই। তার মতোই গতবার শীর্ষ দশে থাকলেও এবার ছিটকে যাওয়াদের দলে আরও আছেন মিলা কুনিস, জুলিয়া রবার্টস, কেট ব্ল্যানচেট, মেলিসা ম্যাককার্থি ও গল গ্যাডট।

(বাঁ থেকে) সোফিয়া ভারজারা, জেনিফার অ্যানিস্টন ও মার্গট রবি বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীরা
১. স্কারলেট জোহানসন (৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার)
২. সোফিয়া ভারজারা (৪ কোটি ৪১ লাখ ডলার)
৩. রিস উইদারস্পুন (৩ কোটি ৫০ লাখ ডলার)
৪. নিকোল কিডম্যান (৩ কোটি ৪০ লাখ ডলার)
৫. জেনিফার অ্যানিস্টন (২ কোটি ৮০ লাখ ডলার)
৬. ক্যালি কুকো (২ কোটি ৫০ লাখ ডলার)
৭. এলিজাবেথ মস (২ কোটি ৪০ লাখ ডলার)
৮. মার্গট রবি (২ কোটি ৩৫ লাখ ডলার)
৯. শার্লিজ থেরন (২ কোটি ৩০ লাখ ডলার)
১০. এলেন পম্পেও (২ কোটি ২০ লাখ ডলার)

সূত্র: বিবিসি

আরও পড়ুন-

হলিউড তারকাদের চেয়েও বেশি পারিশ্রমিক অক্ষয়ের

 

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার