X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্বপ্নের স্কুল খুলেছেন সংগীতের দুই পার্থ

বিনোদন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৭:১৪আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:৫৬

পার্থ মজুমদার ও পার্থ বড়ুয়া দুজনেরই নাম পার্থ। জন্মসূত্রে একজনের টাইটেল বড়ুয়া, অন্যজন মজুমদার। তবে সম্পর্কের বিচারে দুজনেই নিখাদ বন্ধু। সংগীতের সঙ্গে দুজনের সম্পর্ক তিন দশকের। আর বন্ধুত্বের সম্পর্ক টানা ৩৫ বছর চলছে।
ঠিক এই পর্যায়ে এসে দু’জনার পুরনো সম্পর্কে যুক্ত হচ্ছে নতুন পালক। জানালেন, দুই বন্ধু মিলে এবার খুলছেন একটা স্কুল। যেটাকে তারা বলছেন স্বপ্নের স্কুল। শিল্পী-সংগীত পরিচালকের বাইরেও গিটারিস্ট হিসেবে সংগীতাঙ্গনে এ দু’জনার রয়েছে দারুণ পরিচিতি। এবার সেই পরিচয় আরও ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছেন স্কুল গড়ার। যেখানে দুই বন্ধু শিক্ষার্থীদের শেখাবেন গিটার বাজানোর কৌশল।   
পার্থ বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ রকম কিছু করার পরিকল্পনা আমাদের অনেক দিনের। এটা তো সত্যি, নতুন প্রজন্মের কাছে শুধু আমাদের তৈরি গান রেখে গেলেই হবে না, গান তৈরির  জন্য তরুণদের যোগ্য করে তোলাটাও দরকার। সেই ভাবনা থেকে দুই বন্ধু উদ্যোগটি নিয়েছি। বলা যায় এটা আমাদের স্বপ্নের স্কুল।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইচ্ছে আছে শুধু গিটারের মধ্যেই আটকে থাকবো না। এখানে সব ইন্সট্রুমেন্ট যুক্ত করবো পর্যায়ক্রমে। গানও শেখানোর ব্যবস্থা করবো। আমাদের দুই পার্থর সঙ্গে শিক্ষক হিসেবে যুক্ত হবেন আরও অনেকেই। শুধু শুরুটা করার অপেক্ষায় আছি।’
এদিকে পার্থ মজুমদার জানান, এখনও স্কুলের নাম ঠিক করা হয়নি। তবে তারা ভাবছেন। আর স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন অক্টোবরের প্রথম সপ্তাহে। প্রাথমিক পর্যায়ে পরিচালিত হবে রাজধানীর মৌচাকে পার্থ বড়ুয়ার স্টুডিওতে।
পার্থ মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংগীতে আমাদের দুই বন্ধুর জ্ঞান খুব কমই। তবু অনুভব করলাম, আমরা যেটুকু জানি, অন্তত সেটুকুই অন্যদের সঙ্গে শেয়ার করা দরকার। তাই স্কুলটি গড়ে তোলার চেষ্টা।’
প্রাথমিক অবস্থায় এই স্কুলের শিক্ষার্থী হতে চাইলে পার্থ বড়ুয়া অথবা পার্থ মজুমদারের ফেসবুক ইনবক্স কিংবা তাদের মুঠোফোনে যোগাযোগ করার অনুরোধ করেছেন তারা।
জানেন তো, ব্যান্ড সোলস-এর অন্যতম পার্থ বড়ুয়া, আর পার্থ মজুমদার নেতৃত্ব দিচ্ছেন ব্যান্ড ধ্রুবতারা’র।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!