X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

অক্ষয়ের জন্য মানুষির প্রস্তুতি শুরু

বিনোদন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪

অক্ষয় কুমার ও মানুষি ছিল্লার ভারতের প্রতিনিধিত্ব করে বিশ্বসুন্দরী মুকুট জয়ের পর প্রায় সবাই বলিউডে পা রেখেছেন। তাই ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষি ছিল্লারের বেলায় এর ব্যতিক্রম হয় কীভাবে! আর তার শুরুটা যে বড় ক্যানভাসে হবে তা প্রায় নিশ্চিত। জানা গেছে, বড় ক্যানভাসের একটি ছবির জন্য নাচ ও অভিনয়ের কর্মশালায় অংশ নিচ্ছেন তিনি।

এদিকে অনেকদিন ধরেই বলিউডে শোনা যাচ্ছে, ভারতীয় লোককাহিনি অবলম্বনে ‘পৃথ্বিরাজ চৌহান’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। তার নায়িকা কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা।

তবে ভারতীয় রাজা পৃথ্বিরাজ চৌহানের প্রেমিকা সংযুক্তা চরিত্রে অভিনয়ের দৌড়ে এগিয়ে আছেন ২২ বছর বয়সী মানুষি। এ বছরেই ছবিটির কাজ শুরু হওয়ার কথা। সেই সময় ঘনিয়ে এসেছে।

মানুষি ছিল্লার একটি সূত্র জানিয়েছে, যশরাজ ফিল্মস স্টুডিওতে এ সপ্তাহে প্রস্তুতি শুরু করেছেন অক্ষয় ‍ও মানুষি। যদিও সংশ্লিষ্ট নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

‘পৃথ্বিরাজ চৌহান’ পরিচালনা করবেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদি। ৪৭ পর্বের টিভি সিরিজ ‘শানাক্যা’ নির্মাণের অভিজ্ঞতা আছে তার ঝুলিতে।

সূত্র: বলিউড হাঙ্গামা

/জেডএল/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’
এবার মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’
মাহতিম-তারান্নুমের গানচিত্র ‘তোমার টানে’
মাহতিম-তারান্নুমের গানচিত্র ‘তোমার টানে’
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি নৃত্যজুটি শিবলী-নিপা
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি নৃত্যজুটি শিবলী-নিপা
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’
টি-সিরিজে তাদের গান
টি-সিরিজে তাদের গান