X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘হো চি মিন’কে মঞ্চে আনছে তুরঙ্গমী

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮

দলটির অনুশীলন

ভিয়েতনামের কিংবদন্তি নেতা হো চি মিনের জীবন, সংগ্রাম ও দর্শনের ওপর ভিত্তি করে নৃত্যনাট্য তৈরি করেছে ঢাকার তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। এর নাম রাখা হয়েছে ‘হো চি মিন’।
আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রযোজনাটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত জানান, কোনও রাজনৈতিক নেতার জীবন ও দর্শনকে কেন্দ্র করে আত্মজীবনীমূলক ড্যান্স থিয়েটার খুব একটা হয়নি। তিনিই পাণ্ডুলিপি, নকশা ও নৃত্য নির্মাণের পাশাপাশি এটি নির্দেশনা দিয়েছেন। ভিয়েতনাম সরকার ও বাংলাদেশে ভিয়েতনাম দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই প্রযোজনা নির্মাণ করেছে তুরঙ্গমী।

আগামী ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ৮টায় দর্শনীর বিনিময়ে ‘হো চি মিন’ নৃত্যনাট্য উপভোগ করা যাবে। অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে বিশ্বরঙের ঢাকার সব আউটলেট ও নিউ ইস্কাটনের স্টুডিও পদ্মায়। এছাড়া প্রদর্শনীর আগে জাতীয় নাট্যশালার কাউন্টারে টিকিট কেনা যাবে।

৬ সেপ্টেম্বর ভিয়েতনামের জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘হো চি মিন’ আবারও পরিবেশন করবে তুরঙ্গমী। তবে এই দুটি প্রদর্শনীর সব আসন ইতোমধ্যে সংরক্ষিত হয়ে গেছে। নৃত্যনাট্যে হো চি মিনের পাশাপাশি একটি বিশেষ মুহূর্তে আরেক কিংবদন্তি নেতা ভ্লাদিমির লেনিনের উপস্থিতি থাকছে।

/জেএইচ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!