X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৭

ময়মনসিংহে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে উদ্বোধন হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব চলচ্চিত্র উৎসবের।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ শিরোনামের এই উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, এনামুল করিম নির্ঝর, নুরুল আলম আতিক, জাহিদুর রহমান অঞ্জন, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ, ইরানি নির্মাতা মোর্তেজা ফার্মবাফ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতারা।   
এ উৎসবে ৩৫টি দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে সিনেমা বাংলাদেশের আয়োজনে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন দিন তরুণ নির্মাতারা চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেবেন।
ময়মনসিংহে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আয়োজক কমিটির অন্যতম সদস্য নির্মাতা হেমন্ত সাদিক জানান, উৎসবের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের দায়িত্ব পালন করবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবের বিচারকের (ফিপরেস্কি) দায়িত্ব পালন করা সাদিয়া খালিদ ও ইরানি নির্মাতা মোর্তেজা ফার্মবাফ। এছাড়া জাতীয় চলচ্চিত্র বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, নুরুল আলম আতিক ও জাহিদুর রহমান অঞ্জন।
আরও জানান, আগামী ৭ সেপ্টেম্বর উৎসবের সমাপনী দিনে বিচারকদের রায়ে পুরস্কারপ্রাপ্ত ৮টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। ওই দিন দেশ-বিদেশের ৫০ জন নির্মাতার অংশগ্রহণে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন গোলাম রাব্বানী।  এদিকে দেশি-বিদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র উৎসবকে ঘিরে শিল্প ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে বইছে এখন উৎসবের আমেজ। ময়মনসিংহে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’