X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নাটক-সিনেমা প্রযোজনায় প্রীতম, প্রথম নাটক ‘অন্তঋণ’

বিনোদন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৪

নাটকের দৃশ্যে স্মৃতি ও নিথর। পাশে প্রীতম আহমেদ প্রীতম আহমেদ সংগীতশিল্পী হিসেবেই সমাদৃত। নিজের গানের কাজে মডেলিং কিংবা নাটকে অভিনয়ও করেছেন এই শিল্পী। এবার তিনি নাম লেখালেন প্রযোজক হিসেবেও।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গানওয়ালা থেকে নির্মিত হয়েছে প্রথম নাটক ‘অন্তঋণ’। আরও কয়েকটি নাটকের পর চলচ্চিত্র নিয়েও ভাবনা আছে জীবনমুখী গানের এই শিল্পীর। আর এগুলোর প্রায় সবটাইতে থাকছে মধ্যবিত্ত শ্রেণির যাপিত জীবন।
প্রীতম আহমেদের গল্পে ‘অন্তঋণ’ নাটকের চিত্রনাট্য করেছেন তির্থক আহসান রুবেল। পরিচালক আবু হায়াত মাহমুদ।
একজন মধ্যবিত্ত কর্মজীবীর মহিলার গল্প নিয়ে নির্মিত এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্মৃতি ফামি। বিশেষ চরিত্রে আছেন নিথর মাহবুব। আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, টুটুল চৌধুরী, রিগান, রত্না, মানষী প্রকৃতি ও অতিথি শিল্পী ড. শাহাদাত হোসেন নিপু।
প্রযোজনার প্রসঙ্গে প্রীতম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমি গান, নাটকেরই মানুষ। এর বাইরে যাওয়ার তো সাধ্য আমার নেই। এ কারণেই নাটক ও চলচ্চিত্র প্রযোজনায় আসা। বেশ কয়েকটি প্রজেক্টের কাজ এখন চলছে। মাত্রই শুটিং শেষ হয়েছে ‘অন্তঋণ’ নাটকের। এর পরের নাটকের নাম ‘হেলমেট’। এছাড়া আরও একটি কাজ হবে কলকাতায়। অন্যগুলো নির্মাণের পরই বিস্তারিত সবাইকে জানাতে চাই।’’
এগুলোর পরই চলচ্চিত্রের চৌকাঠে পা দেবেন প্রীতম। এই শিল্পী আরও বলেন, ‘চলচ্চিত্র নিয়ে দুটি গল্প চূড়ান্ত। তবে এগুলো কাজ শুরু হতে দেরি হবে। আরও একটু প্রস্তুতি নিয়ে বিস্তারিত বলতে পারব।’

অন্যদিকে আরও কয়েকদিন পর ‘অন্তঋণ’ নাটকটি সম্পাদনার কাজ শেষ হবে। এরপর এটি প্রচারে আসবে বলে জানালেন প্রীতম।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা