X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পিছিয়ে গেলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৭

এবারের নির্বাচনের চার আলোচিত মুখ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। নতুন তারিখ ২৫ অক্টোবর।
প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের ব্যস্ততার কারণে এটি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চন ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এর আগে আগামী ১৮ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। ঘোষণা হয়েছিল তফসিলও।
শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস। এ দিনটির জন্য আমাকে বেশ ব্যস্ত থাকতে হবে। বেশ কিছু সরকারি মিটিংয়ে অংশ নিতে হতে পারে। বিষয়টি আমি সমিতিতে উপস্থাপন করেছি। তাই সবাই মিলে আলোচনা করে নতুন তারিখ ঘোষণা করা হলো। এছাড়া আজ সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে।’
জানা যায়, গতবারের মতো এবারও একই প্যানেল থেকে নির্বাচন করবেন সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
তার বিপরীত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৌসুমী ও ডিএ তায়েব। তবে চূড়ান্ত প্যানেল ঘোষণা এবং মনোনয়ন জমা না দেওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক মেয়াদে (২০১৭-১৯) গত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ৫ মে। এরপর নতুন করে এবারের নির্বাচন আয়োজন করা হচ্ছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)