X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‌‘দেশের প্রতিটি ক্রান্তিকালে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে’

বিনোদন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ১৭:৪১আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৮:৫৯

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নাটক জীবনের প্রতিচ্ছবি। যার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রকৃত চিত্র ফুটে ওঠে। এটি সমাজের দর্পণস্বরূপ।
১ অক্টোবর সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়ামে ঢাকা  বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের উদ্যোগে আয়োজিত নাট্যোৎসব- ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান নাট্যোৎসবের সার্বিক সফলতা কামনা করে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি দেশের শিল্প সংস্কৃতির বিকাশে অনবদ্য ভূমিকা রাখবে।’
এদিকে উৎসব উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘যুব সমাজই আমাদের প্রাণশক্তি। এ যুব সমাজকে নষ্ট করতে একমাত্র মাদকই যথেষ্ট। তাই যুব সমাজকে মাদকের রাহুগ্রাস থেকে রক্ষা করতে, মাদকের বিরুদ্ধে সচেতন করে গড়ে তুলতে এবং মাদককে না বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি মনে করি, দেশের প্রতিটি ক্রান্তিকালে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির ও তরুণ উদ্যোক্তা আবুল হাসনাত সোহাগ।
‘মঞ্চ হোক মুক্তির পথ’- এই স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদ ৩ দিনব্যাপী নাট্যোৎসবের এই আয়োজন করেছে।

/জেইউ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…