X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ইত্যাদি’র জন্য নিজের জেলায় কাঞ্চন-নীপা

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ০০:০০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৫:৫৪

‘ইত্যাদি’তে ইলিয়াস কাঞ্চন, হানিফ সংকেত ও শামীম আরা নীপা দেশের অনেক কীর্তিমান ও জনপ্রিয় ব্যক্তিদের জন্মস্থান কিশোরগঞ্জ। তাদেরই দু’জন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নৃত্যশিল্পী শামীম আরা নীপা। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে অংশগ্রহণের সুবাদে নিজেদের জেলায় গেলেন তারা। নতুন পর্বটির ধারণ হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের নান্দনিক দৃশ্যাবলিতে সাজানো কিশোরগঞ্জের হাওরের মাঝে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে।

জানা গেছে, দর্শকপর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান ইলিয়াস কাঞ্চন। কিশোরগঞ্জকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাঝখান থেকে চারজনকে নির্বাচন করা হয়। তারা আঞ্চলিক ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন।

এদিকে কিশোরগঞ্জের কৃষ্টিকথা ও বীরগাঁথা নিয়ে সাজানো একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন কিশোরগঞ্জের মেয়ে শামীম আরা নীপা। তার সঙ্গে অংশ নেন কিশোরগঞ্জ, করিমগঞ্জ ও মিঠামইনের শতাধিক নৃত্যশিল্পী। নাচটিতে লাঠিখেলা দেখিয়েছেন ওসমান গণির নেতৃত্বে বোয়াই জমিদার বাড়ির ঐতিহ্যবাহী লাঠিয়াল দল। নাচের গানে কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও তানজিনা র“মা। এর সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজনে মেহেদী।

‘ইত্যাদি’তে কুমার বিশ্বজিৎ কিশোরগঞ্জের রূপ-বৈচিত্র্য বর্ণনা করে দেশাত্মবোধক গান আছে একটি। এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এটি সুর করেছেন সুমন কল্যাণ। দুটি গানেরই কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান।

‘ইত্যাদি’র এই পর্বটি শুক্রবার (৪ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

/এমএম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…