X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অবশেষে শুটিং শেষ

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৮:৩৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৮:৪০

অবশেষে শুটিং শেষ ‘রূপসা নদীর বাঁকে’, তানভীর মোকাম্মেলের নতুন চলচ্চিত্র।
২০১৮ সালে ছবিটির ৯০ ভাগ শুটিং শেষ হয়। মাঝে লম্বা বিরতির পর গত ২৯ সেপ্টেম্বর টানা চারদিনে বাকি কাজ শেষ করলেন পরিচালক। জানালেন আগামী ডিসেম্বরে এটি মুক্তি দেওয়ার ইচ্ছে তার।
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে একজন ত্যাগী বামপন্থী নেতাকে ঘিরে, যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে।
সর্বশেষ শুটিং হয়েছে কেন্দ্রীয় জেলখানায়। ১৯৫০ সালের রাজশাহী কারাগারের খপড়া ওয়ার্ডে সাত বামপন্থী নেতার দৃশ্যটি ধারণ করা হয়েছে সেখানে।
পরিচালক তানভীর মোকাম্মেল জানান, এর আগে খুলনার বৈঠাঘাটা ও ফুলতলা উপজেলার গ্রামাঞ্চলে, দৌলতপুর স্টেশনে এবং কুমিল্লায় ছবিটির শুটিং হয়েছে। বিভিন্ন বয়সের বামপন্থী নেতাটির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তাওসিফ সাদমান তূর্য।
অবশেষে শুটিং শেষ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, নাজিবা বাশার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসু প্রমুখ।
এ ছবির দৈর্ঘ্য দুই ঘণ্টা। এতে তিরিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে বর্ণিত হবে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানভীর মোকাম্মেল এর আগে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু, ‌‌‘লালন’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’সহ বেশ কিছু চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। যেগুলো দেশ ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...