X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাত দেশে ‘সাপলুডু’

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ২০:০১আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৫:৩৮

সাত দেশে ‘সাপলুডু’ দেশ পার হয়ে এবার ‘সাপলুডু’র খেলা চলবে বিদেশের পর্দায়। আগামী ১২ অক্টোবর এ যাত্রাটি শুরু হচ্ছে অস্ট্রেলিয়া থেকে।
গোলাম সোহরাব দোদুলের এ চলচ্চিত্র কাছাকাছি সময়ে আরও ৬টি দেশে মুক্তি পাবে।
চলচ্চিত্রটিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনির হোয়াইটস ব্যাংকসটাউন সিনেমা হলে দুপুর ১২টায় সিনেমাটি প্রদর্শিত হবে। এরপর মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিজবেন এবং অ্যাডেলেড শহরেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এরপর ১৮ অক্টোবর ইতালি, ২৬ তারিখে নিউ ইয়র্ক, ২৮ তারিখ ওয়াশিংটন ডিসি এবং ১ ও ২ নভেম্বর লস এঞ্জেলস প্রদর্শিত হবে।’
অন্যদেশগুলোর মধ্যে আছে ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
শুভ আরও বলেন, ‘চলচ্চিত্রটির প্রদর্শনীতে অংশ নিতে আমি আগামী ১৫ অক্টোবর রওনা হব। মূলত আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে যাব। আগামী নভেম্বরের ৪ তারিখ ফেরার ইচ্ছে আছে।’
বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান প্রযোজিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, রুনা খান, মারজুক রাসেল, হুমায়ূন সাধু, শাহরিয়ার সজীব প্রমুখ।
এদিকে দ্বিতীয় সপ্তাহে এসে (৪ অক্টোবর থেকে) ছবিটি চলছে দেশের ২১টি প্রেক্ষাগৃহে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা