X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চলে গেলেন ‘মীনা’ কার্টুনের স্রষ্টা রাম মোহন

বিনোদন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৩:০৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৩:১৪

রামমোহন ও মীনা কার্টুন উপমহাদেশের জনপ্রিয় কার্টুন চরিত্র ‘মীনা’র স্রষ্টা রাম মোহন মারা গেছেন। গতকাল (১১ অক্টোবর) সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর সেদিন দুপুর ১টায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি অ্যানিমেটর ও তার ছাত্র মোহাম্মদ শিহাব উদ্দীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ভারতভিত্তিক অ্যানিমেশনবিষয়ক ওয়েবসাইট অ্যানিমেশন এক্সপ্রেস জানায়, রাম মোহনকে বলা হয় ‘ফাদার অব ইন্ডিয়ান অ্যানিমেশন’। তার হাত ধরেই ভারতে এই শিল্পের প্রসার ঘটে।

তার সৃষ্ট ‘মীনা’ কার্টুন এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিরিজ। ১৯৫৬ সালে ভারতীয় চলচ্চিত্রে কাজ করা শুরু করেন এ কার্টুনিস্ট। তবে ১৯৬৮ সালে তিনি চলচ্চিত্র বিভাগ থেকে সরে দাঁড়ান। কাজ শুরু করেন প্রসাদ প্রোডাকশনের অ্যানিমেশন বিভাগের প্রধান হিসেবে। ১৯৭২ সালে নিজের প্রতিষ্ঠান রাম মোহন বায়োগ্রাফিক্স চালু করেন, যা বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছিল। ১৯৯০-এর দশকে উপমহাদেশের মেয়েদের অধিকার সুংসহত করার লক্ষ্যে প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ। সে সময় সবার কাছে গ্রহণযোগ্য ‘মীনা’ কার্টুনের একটি মুখাবয়ব সৃষ্টির জন্য তারা দ্বারস্থ হয় রাম মোহনের। পরে তার রং-তুলিতেই ফুটে ওঠে মীনা কার্টুনের সবার পছন্দের রূপটি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা