X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পাঞ্জাবি জিঙ্গেলে নিধির কণ্ঠ

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১২:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৬:৩৭

নিধি বাংলাদেশে নাটক, চলচ্চিত্রের টাইটেল গান ও বিজ্ঞাপনের জিঙ্গেলে ইতোমধ্যেই কাজ করেছেন তরুণ কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। পাশাপাশি সংগীত পরিচালনায়ও হাত পাকিয়েছেন বেশ।
নতুন খবর হলো, ভারতের একটি কোম্পানির বিজ্ঞাপনে পাঞ্জাবি ভাষার জিঙ্গেলের কম্পোজিশন ও সুর করেছেন তিনি। দিয়েছেন কণ্ঠও।

বিষয়টি জানালেন শিল্পী নিজেই। তিনি জানান, বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকেই অনেকের প্রশংসাও পাচ্ছেন।
নিধি বলেন, ‘কাজের মধ্যে চ্যালেঞ্জ থাকলে ভালো লাগে। সেই সঙ্গে মানসিক প্রশান্তি তো রয়েছেই। সব জটিলতা পেরিয়ে যখন কাজটা শেষ করেছি, তখন মনে হয়নি কাজটা আমি করেছি। বেশ ভালো লাগছে। প্রশংসাও পাচ্ছি।’

ভারতের ‘মেট্রো সু’ জন্য এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হুজেফা রাওলা। এর কথাগুলো লিখেছেন কাশতান হাবিব। দেশটির প্রোডাকশন হাউজ ভিজুয়াল অডিও অ্যান্ড টেকনোলজির অধীনে এটি নির্মিত হয়েছে।

গত বছর ভারতের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করেন নিধি। সেই সূত্রে পরিচিত পাঞ্জাবি ভাষার এই জিঙ্গেলে কাজ করার প্রস্তাব পান তিনি।

নিধি আরও জানান, কাজটি পছন্দ হওয়ায় আরও দুটি বিজ্ঞাপনের জিঙ্গেলের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ভারতীয় এ জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী