X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুনতারীন মহলের অ্যালবাম প্রকাশনায় তথ্যসচিব ও ডেনমার্কের রাষ্ট্রদূত

বিনোদন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৯, ২১:৩৫আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৪:১২

প্রকাশনা উৎসবে শিল্পী ও অতিথিরা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রকাশ পেলো সংগীতশিল্পী মুনতারীন মহলের দুটি একক গানের অ্যালবাম। এর একটি নজরুলসংগীতের ‘ভোরের ঝরা ফুল’, অন্যটি পুরনো দিনের গান ‘স্মৃতি বসে মালা গাঁথে’।
অ্যালবাম দুটি প্রকাশ পেয়েছে ইউনিভারসাল মিউজিকের ব্যানারে।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অ্যালবাম দুটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন তথ্য সচিব আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব বলেন, ‘সংগীত জীবনের অর্থ খুঁজতে সাহায্য করে, আমাদের প্রাণে প্রেরণা জোগায়। সুখ বা আনন্দ উভয় সময়েই সংগীত আমাদের শ্রেষ্ঠ সঙ্গী।’
নজরুল সংগীত বাংলা গানের এক অমূল্য ভাণ্ডার—এমনটা উল্লেখ করে সচিব আবদুল মালেক বলেন, ‘শিল্পী মুনতারীন মহলের কণ্ঠে চিরঞ্জীব নজরুলসংগীত এক নতুন মাত্রা পেয়েছে।’
এদিকে রাষ্ট্রদূত উইনি বলেন, ‘সংগীতের কোনও সীমারেখা নেই, নেই দেশ-কাল-পাত্রের বিভেদ। সুন্দর সংগীতের আবেদন বিশ্বময়।’
উইনি মুনতারীন মহলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার দীর্ঘ সংগীত জীবন প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে অতিথির আসনে আরও ছিলেন ওস্তাদ অনিল কুমার সাহা, ইয়াসমিন মুশতারী, উল্কা হোসেন, রেবেকা সুলতানা, আকরামুল ইসলাম, বুলবুল ইসলাম প্রমুখ।
৯ বছর বয়স থেকে সংগীতচর্চায় ওস্তাদ আকিল উদ্দীন, ওস্তাদ সৈয়দ জাকির হুসেন, ওস্তাদ নারায়ণ চন্দ্র বসাক, ওস্তাদ আখতার সামদানী, ওস্তাদ অনিল কুমার সাহা প্রমুখের কাছে তালিম নেন মুনতারীন মহল। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয় থেকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…