X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ২০:১৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:১৫

রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি- সংগৃহীত বিশ্বভারতীর প্রাক্তন শিক্ষার্থী ও রবীন্দ্রসংগীতে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী ১৫ নভেম্বর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত তাদের স্কলারদের বিশেষ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।  

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। এর আয়োজক ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

কেন্দ্র থেকে জানানো হয়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশনের অ্যালমনাই পুরস্কারটি পাচ্ছেন বিশ্বভারতীর সাবেক ছাত্রী বন্যা। এই পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

পাশাপাশি এদিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন তিনি ও তার গানের সংগঠন সুরের ধারা।

উপমহাদেশের প্রখ্যাত শিল্পী বন্যা রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে ১৯৯২ সালে গড়ে তুলেন গানের স্কুল ‘সুরের ধারা’। পাশাপাশি প্রতিষ্ঠা করেন ‘সুরের ধারা কলেজ অব মিউজিক’।
সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কারও। ২০১৬ সালে তিনি স্বাধীনতা পুরস্কার সম্মাননা পান। ২০১৭ সালে ভারত সরকার তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক দিয়ে সম্মানিত করে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!