X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সৌরভের আমন্ত্রণে দিবা-রাত্রির টেস্টে গাইবেন রুনা লায়লা

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ০০:১০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:৩৭

রুনা লায়লা ও সৌরভ গাঙ্গুলী বাংলাদেশ ও ভারত প্রথমবার দিবা-রাত্রির টেস্ট খেলবে। ইতিহাসের অংশ হতে যাওয়া খেলাটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। এর অংশ হিসেবে তিনি আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। কলকাতার ইডেন গার্ডেনসে খেলা শুরুর আগে সংগীত পরিবেশন করবেন তিনি।

রুনা বুধবার (৬ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ১৫ মিনিটের পরিবেশনা থাকবে আমার। সম্ভবত দুই-তিনটি গান গাইবো। ২১ নভেম্বর কলকাতায় যাবো।’
কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ২২ নভেম্বর বেল বাজিয়ে শুরু হবে দিবা-রাত্রির টেস্ট। লর্ডসে একই রীতিতে টেস্ট শুরু হয়।  
২০১৬ সালে সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় জি বাংলা চ্যানেলের ‘দাদাগিরি’ অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি ছিলেন রুনা লায়লা। ওটাই ছিল তাদের সবশেষ সাক্ষাৎ।

এর কয়েক বছর আগে মুম্বাই থেকে কলকাতা আসার পথে উড়োজাহাজে গানের নক্ষত্র রুনা লায়লার সঙ্গে সৌরভ গাঙ্গুলীর হঠাৎ দেখা হয়েছিল। এরপর একই অনুষ্ঠানে রুনা গেয়েছিলেন আর নেচেছিলেন সৌরভের অর্ধাঙ্গিনী ডোনা গাঙ্গুলী।

মঞ্চে রুনা লায়লা উপমহাদেশের বিখ্যাত গায়িকা রুনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌরভ গাঙ্গুলী দারুণ মানুষ। সে আমার গানের বেশ কদর করে। তার আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। বাংলাদেশের ছেলেরা প্রথমবার দিবা-রাত্রির টেস্ট খেলবে, এ উপলক্ষে গান গাওয়াটা অন্যরকম ব্যাপার মনে হচ্ছে।’

এদিকে দিবা-রাত্রির টেস্ট উপভোগ করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তাকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) পক্ষ থেকে দেওয়া হবে বলের আকৃতির স্মারক ও সোনার মুদ্রা। পাশাপাশি গ্যালারিতে থাকার জন্য বাংলাদেশের অভিষেক টেস্ট স্কোয়াডকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

 

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!