X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী দুই উপহার

বিনোদন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ১০:৩৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৭:০৬

হ‌ুমায়ূন আহমেদ কিংবদন্তি কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী আজ (১৩ নভেম্বর)। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান গানওয়ালা প্রকাশ করেছে নতুন দুটি গল্প-গান ‘যদি মন কাঁদে’ ও ‘গনি চাচার গল্প’।
গানের পাশাপাশি এতে থাকছে হ‌ুমায়ূন আহমেদের স্মৃতিচারণমূলক বই ‘আমার ছেলেবেলা’র অংশবিশেষ পাঠ।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, এর আগে ‘জোছনার ফুল’ শিরোনামে গল্প-গান প্রকাশের পর শ্রোতা-দর্শকের কাছে তা জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় এবার ‘যদি মন কাঁদে’ ও ‘গনি চাচার গল্প’।
গান ও গল্পে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে অনিন্দিতা রায় ও রাজীবুল ইসলাম।
কাজটি সম্পর্কে সংগীতশিল্পী অনিন্দিতা রায় বলেন, ‘হ‌ুমায়ূন স্যারের প্রায় সব গল্পই পড়া হয়েছে। পড়ার অনুভূতি আর গান-গল্প করার অনুভূতি একেবারেই আলাদা। কাজটা করার পর যখন নিজে শুনেছি তখন মনে হয়েছে গল্পটা আরও গভীর ছিল। পড়ার চাইতে বেশি গভীরে ঢোকা যায় গল্প গান শোনার পর।’
কাজটি সম্পর্কে বাচিক শিল্পী রাজীবুল ইসলাম বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদকে বলা হয় গল্পের জাদুকর। জীবনের বিভিন্ন পর্যায়ে হওয়া অভিজ্ঞতা, জীবনদর্শন এবং জীবনোপলব্ধি যে পরবর্তী সময়ে তার সৃষ্টিশীল কাজে রসদ জুগিয়েছে, তা তার স্মৃতিচারণমূলক লেখাগুলো পড়লেই বোঝা যায়। শুধু তাই না, এ গল্পগুলো পড়লে প্রায়ই মিল খুঁজে পাওয়া যায় নিজেদের জীবনে ঘটে যাওয়া একই ধরনের অভিজ্ঞতার সঙ্গে। ঠিক তখনই এক অদ্ভুত যোগাযোগ তৈরি হয় লেখকের সঙ্গে। যে লেখক ব্যক্তিগত জীবনে পরিচিত না, তার সঙ্গে কোথায় যেন এক আত্মার সম্পর্ক তৈরি হয়। পাঠকের সঙ্গে হ‌ুমায়ূন আহমেদের লেখার সম্পর্কটা এমনই।’
যদি মন কাঁদে:

গনি চাচার গল্প:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী