X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নুহাশ হ‌ুমায়ূনের নির্মাণে আসছে ‘গোলাপি’

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৫:৫৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:২৯

ভিডিওর দৃশ্য ও পাশে নুহাশ

আবারও মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন নন্দিত কথাশিল্পী হ‌ুমায়ূন আহমেদের ছেলে ও নির্মাতা নুহাশ হ‌ুমায়ূন। এর নাম ‘গোলাপি’।
গানটি গেয়েছেন কানাডায় বসবাসরত বাংলাদেশি পপশিল্পী ঈসা ফারুক। যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফারুক ভাই প্রজেক্ট’ নামে পরিচিত।

‘গোলাপি’ গানটি ৯০-এর দশকে বেড়ে ওঠা প্রজন্মের স্মৃতিগুলোকে একটু মজাদার ভঙ্গিমায় তুলে আনা হয়েছে। এতে থাকছে উইন্ডোজ ৯৮, পুরনো ভিডিও গেম, ফ্লিপ মোবাইল ফোনসহ এমন অনেক কিছু।

গানটি প্রযোজনা করেছেন নবী মাহমুদ এবং সহযোগিতায় ছিলেন ফাইরুজ নাজিফা।

প্রযোজক নবী মাহমুদ জানান, নব্বইয়ের দশক তো বটেই, গানটি নতুন প্রজন্মের কাছেও বিনোদনের খোরাক হবে। আর এটি শিগগিরই শ্রোতারা উপভোগ করতে পারবেন স্পটিফাই, ইউটিউব (দেখো টিভি) ও সাউন্ডক্লাউডের মাধ্যমে।

শিল্পী ঈসা ফারুকের প্রথম অ্যালবাম ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ ইতোমধ্যে দেশের ইন্ডি পপ প্রিয়দের মাঝে বেশ সাড়া ফেলেছিল। অ্যালবামটির প্রথম গান ‘সকালেও’ শুধু সমালোচকদেরই নজর কাড়েনি, এমএফ রেডিওগুলোতে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এটি বাংলাদেশের প্রথম অ্যানথলজি সিনেমা ‘ইতি, তোমারি ঢাকা’-তেও স্থান করে নেয়। 

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান