Vision  ad on bangla Tribune

রেডিও স্বাধীনে হাসান মাসুদ

বিনোদন প্রতিবেদক।।০০:০০, নভেম্বর ০৫, ২০১৫

হাসান মাসুদরেডিও স্বাধীনের (৯২.৪ এফএম) নিয়মিত অনুষ্ঠান ‘উড়াধুড়া ভালবাসা’য় অতিথি হয়ে আসছেন অভিনেতা হাসান মাসুদ। তার অংশগ্রহণের এ পর্বটি হবে বৃহস্পতিবার (আজ) রাত ১১ টায়। জানা যায়, এতে তিনি নিজের ভালবাসার কথা বলবেন। একই সঙ্গে শ্রোতাদের ভালবাসার গল্প শুনবেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরজে কাযরিয়া।

রেডিও স্বাধীনের সহযোগী নির্বাহী পরিচালক মীর রাব্বী বলেন, ‘তরুণ শ্রোতাদের বিনোদনের কথা মাথায় রেখে সাপ্তাহিক এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। হাসান মাসুদ টিভি নাটকের অন্যতম জনপ্রিয় মুখ। আশা করি, এই পর্বের অনুষ্ঠানটি শুনে শ্রোতাদের ভাল লাগবে।’

অনুষ্ঠান চলাকালীন ফোনের মাধ্যমে শ্রোতারা সরাসরি এতে অংশ নিতে পারবে। আর সেরা গল্প বলে বিজয়ীরা পাবেন বিশেষ উপহার।

/এম/

লাইভ

টপ