Vision  ad on bangla Tribune

পর্দা নেমেছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের (ফটো অ্যালবাম)

২১:৩০, নভেম্বর ১৫, ২০১৫

আন্তর্জাতিক লোকসংগীত উৎসবেপর্দা নেমেছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ‘ঢাকা ফোক ফেস্ট ২০১৫’ এর। ১২ থেকে ১৪ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবে গেয়েছেন পাকিস্তানের আবিদা পারভিন, ভারতের পবন দাস, পাপন ও পার্বতী বাউল, বাংলাদেশের ফরিদা পারভীন, মমতাজ এবং শফি মণ্ডলসহ বিশ্বের বিভিন্ন দেশের লোক গানের খ্যাতনামা শতাধিক শিল্পী।

উৎসবের শেষ দিনে (১৪ নভেম্বর) ছিল সাধনার নাচ, ইসলামউদ্দিন কিস্‌সাকার, জলের গান, নিয়াভ নি কারা, পার্বতী বাউল, ইন্ডিয়ান ওশান, কাঙালিনী সুফিয়া ও আনুশেহ, দ্য মাঙ্গানিয়ারস ফ্রম হামিরা এবং আবিদা পারভীনের পরিবেশনা। এই দিনের বিশেষ কিছু স্থিরচিত্র ফ্রেমবন্দী করেছেন সাজ্জাদ হোসেন-

/এমএম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ