Vision  ad on bangla Tribune

অস্ট্রেলিয়ায় উদ্বোধন হলো ঢুলি ডটকম

বিনোদন প্রতিবেদক।।০০:০০, নভেম্বর ১৮, ২০১৫

উদ্বোধন হলো ঢুলি ডটকমঅস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান ঢুলি ডটকম এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংস্কৃতিকব্যক্তিত্ব অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউক্যাসেলে প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে শিল্পী বিপুল শাহের তৈরি লোগো উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন নিয়ে প্রথম বারের মত তৈরি একটি পুর্নাঙ্গ ই-কমার্স পোর্টাল ঢুলি ডটকম।

এখানে বাংলাদেশী সংগীত, কবিতা, চলচ্চিত্র, নাটক, বই, ছবি, বাদ্যযন্ত্র, চারু-কারু শিল্প ইত্যাদি যে কোনও দেশ থেকে অনলাইনে কিনতে পারবেন যে কেউ। এমনটাই জানালেন উদ্যোক্তা কণ্ঠশিল্পী লুসা মির্জা।  

তিনি জানান, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা, শিল্পীদের রয়্যালটি বুঝিয়ে দেওয়া ঢুলি ডটকম-এর মূল লক্ষ্য। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ছাড়াও ঢুলি ডটকম-এর অফিস থাকছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, আমেরিকা, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যে।

/এমএম/

লাইভ

টপ