X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিমের অভিষেক ভারতের ১১৮ প্রেক্ষাগৃহে

বিনোদন প্রতিবেদক
২৭ নভেম্বর ২০১৫, ০২:১৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০৫:০৯

মিম ও সোহম মিম ও সোহম অভিনীত প্রথম ছবি ‘ব্ল্যাক’। এটি ভারতের ১১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ শুক্রবার (২৭ নভেম্বর)। কথাছিল একই দিনে ছবিটি মুক্তি পাবে বাংলাদেশেও। তবে যৌথ প্রযোজনার ছবি নির্মাণে নীতিমালা ভঙ্গ করার অভিযোগে বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি।

তথ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ছবিটির ছাড়পত্র দেয়। তাই আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। ভারতের দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয় ‘ব্ল্যাক’। এটি পরিচালনা করেছেন রাজা চন্দ। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিম। তিনি বলেন, ‘একসঙ্গে দুটি সুখবর পেলাম। প্রথমটি অনেক অনিশ্চয়তা শেষে ছাড়পত্রের আর পরেরটি ভারতে আমার অভিষেক হলো। প্রায় একসঙ্গে দুটি সুখবর।’

মিম ও সোহম

 

তবে দুই বাংলায় ছবিটি একসঙ্গে মুক্তি পেলে আরও খুশি হতেন মিম। বললেন, ‘তেমনটা হলে আমি ও সোহম মিলে দুই বাংলার প্রেক্ষাগৃহে ছবিটির প্রচারণায় অংশ নিতে পারতাম। আমাদের তেমন পরিকল্পনাই ছিল। অথচ এখন সোহম ওখানে আর আমি এখানে। সব পরিকল্পনা ভেস্তে গেল।’

সোহম-মিম ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ভারতের দুই শক্তিমান খলনায়ক আশীষ বিদ্যার্থী ও রজতাভ দত্ত। ছবিটির ট্রেলার গানের ভিডিও দেখে অনেকেই আগাম বলছেন, দুই বাংলাতেই মিম-সোহম জুটির রসায়ন ভালোই আওয়াজ তুলবে।

‘ব্ল্যাক’ ছবিতে মিম-সোহমের গান:

 

 

/এস/এমএম/

 

 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)