behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

ভারতীয় টিভি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের দাবি

বিনোদন প্রতিবেদক।।১৭:৫৮, ডিসেম্বর ০১, ২০১৫

manobমাঠে নেমেছেন অভিনয়শিল্পীরা। সঙ্গে ছিলেন টিভি চ্যানেলের বিপণন বিভাগের কর্তাব্যাক্তিরাও। মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে মানববন্ধন করেন তারা। উদ্দেশ্য একটাই, ভারতীয় টিভি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করতে হবে। মানতে হবে আরও কিছু শর্তও।
ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) উদ্যোগ হলেও এ মানববন্ধনে অংশ নেন টিভি শিল্পীরাও। সংগঠনটির সভাপতি রঞ্জন কুমার দত্তের ভাষায়, ‘আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা এখন কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছি। একদিকে দেশীয় চ্যানেলের প্রতিযোগিতা, অন্যদিকে বিদেশি চ্যানেলের আগ্রাসন। অথচ বিজ্ঞাপনের বাজেট একই। এমন পরিস্থিতে বিদেশি, বিশেষ করে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ বিস্তার বাড়তি চাপের মুখে ফেলছে। বিজ্ঞাপনদাতারাও বিদেশমুখী হচ্ছেন ভারতীয় চ্যানেলের কারণে। এভাবে চলতে পারে না।’
মানববন্ধনে শিল্পীদের সমর্থন নিয়ে ১১ দফা দাবি তুলে ধরে মার্কেটিং অ্যাসোসিয়েশনের নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য- দেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারে লাগাম টানা, বিদেশি চ্যানেলে দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদান বন্ধ করা, ডিস লাইনে বাংলাদেশি চ্যানেলগুলো ক্রমিক অনুসারে ১ থেকে ২৫ নম্বরের মধ্যে রাখা প্রভৃতি।
মানববন্ধনে যোগ দিয়েছিলেন নাট্যজন ড. ইনামুল হক, মামুনুর রশীদ, অভিনয়শিল্পী সাজু খাদেম, শামীম জামান, রওনক হাসান, নাঈম, অহনা, শামীমা তুষ্টি প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন টিভি চ্যানেলের মার্কেটিং, অনুষ্ঠান ও বার্তা বিভাগের কর্তাব্যক্তিরাও।manob12

 

/এমআই/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ