behind the news
Vision  ad on bangla Tribune

বিজয়ের মাসে গানের ভিডিও

বিনোদন প্রতিবেদক।।১৫:৩৩, ডিসেম্বর ০৫, ২০১৫

12202395_10207018242442020_1883997885_nচলতি বছরের মার্চ মাসে প্রবাসী সংগীতশিল্পী রুবেল প্রকাশ করেছিলেন তার প্রথম অ্যালবাম ‘যাত্রা অচিনপুর’। এবার বিজয়ের মাস উপলক্ষে সে অ্যালবামের একটি গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করলেন। দেশাত্মবোধক এ গানের শিরোনাম ‘ধুলোর দেশ’। পাশাপাশি ফেসবুকেও গানটি দিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী এ গায়ক।
রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গানটি নিয়ে অনেক দিনের পরিকল্পনা। আর এটি নিয়ে কিছুটা টেনশনও ছিল। তবে প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার ভালো লেগেছে, ফেসবুকে একজন মুক্তিযোদ্ধা গানটি নিয়ে আমাকে দু’বাক্য লিখেছেন। আমি মনে করি, এটাই আমার সেরা প্রাপ্তি।’
ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর-সংগীত করেছেন অভিজিত জিতু। এর ভিডিওটি পরিচালনা করেছেন শিবির আহমেদ। এটির মূল মডেল বেলাল খান। আর পরিকল্পনা ও তত্ত্বাবধানে আছেন রুবেল নিজেই।

গানটি দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন

/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ