behind the news
Vision  ad on bangla Tribune

টিপুকে প্রশ্ন: টিকিট কোথায়?

বিনোদন প্রতিবেদক।।১৪:৫৭, ডিসেম্বর ১২, ২০১৫

tipuস্থান- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। সময়? না, সময়টা একটু দেরি হয়ে গেছে!  আর এ কারণেই যত ঝামেলা। দারোয়ান মশাই আটকে দিয়েছেন অবসকিওর ব্যান্ডের গায়ক সাইদ হাসান টিপুর যাবার পথ। কোনওভাবেই ভেতরে যেতে দেবেন না। আর এদিকে মঞ্চে ব্যান্ডের অন্য সদস্যরা অপেক্ষায়। দারোয়ান জিজ্ঞেস করলেন, ‘টিকিট কোথায়?’

টিপু নিজেকে ব্যান্ডের সদস্য পরিচয় দিলেন। কিন্তু দারোয়ান সে কথায় গা করলেন না। উল্টো গরম কণ্ঠে বললেন, ‘এমন কথা অনেকেই বলে।’ কোনও এক ঈদের পরপরই আয়োজিত সে কনসার্ট সম্পর্কে টিপু বললেন, ‘সেদিন তাকে বোঝানো ছিল দায়। তবে সে পরে হলেও বুঝেছিল আমিই ব্যান্ডের গায়ক। নইলে তো আর সেদিন গান গাওয়া হতো না।’

/এম/এমএম/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ