X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ইউনেস্কো সম্মেলনে দেশের সংস্কৃতি ও নাচের কথা তুলে ধরেন পূজা

বিনোদন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৬:১২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২০:০৭

ইউনেস্কো সম্মেলনে বক্তব্য রাখছিলেন পূজা সেনগুপ্ত গত আগস্ট মাসে ইউনেস্কো’র আন্তর্জাতিক ড্যান্স কাউন্সিলের সদস্য হয়েছিলেন বাংলাদেশি নৃত্যশিল্পী ও নির্দেশক পূজা সেনগুপ্ত।
এবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক এই সংস্থার সম্মেলনে যোগ দিলেন তিনি। আর এর অংশ হিসেবে সেখানে বক্তব্য রাখেন এই নৃত্যশিল্পী।
৪ ডিসেম্বর প্যারিসে আয়োজিত এ সম্মেলনে তিনি বাংলাদেশের সংস্কৃতি ও নাচের কথা তুলে ধরেন।
আয়োজনে যোগদান শেষে পূজা গতকাল (৬ ডিসেম্বর) ঢাকায় ফিরেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এটা ছিল নৃত্য বিষয়ক সম্মেলন। ইউনেস্কোর সদর দফতরে এসে নিজের দেশের হয়ে কিছু কথা বলতে পারাটা সত্যি অনেক আনন্দের ব্যাপার। এতে বাংলাদেশের নাচ এবং সংস্কৃতির কথা তুলে ধরেছি। বক্তব্য শেষে সবাইকে নাচ বিষয়ক যে কোনও অনুষ্ঠানের জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি। যদি এমন কিছু ঘটে তবে আমাদের সংগঠন ‘তুরঙ্গমী’ সার্বিক সহযোগিতা করবে।’’
পূজা আরও জানান, প্রতি দুই বছর অন্তর এমন আয়োজন করে থাকে ইউনেস্কো।
বক্তব্য শেষে অতিথিদের সঙ্গে পূজা সেনগুপ্ত বাংলাদেশে পেশাদারি ভিত্তিতে নৃত্যচর্চা এবং বাংলা সাহিত্যকে অবলম্বন করে বাংলাদেশের নিজস্ব সমসাময়িক নৃত্যধারা তৈরির লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ৩১ জানুয়ারি তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার প্রতিষ্ঠা করেন পূজা সেনগুপ্ত। এরপর থেকে নিয়মিত তারা কাজ করে চলেছেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি